অত শত জানি না , জল খাবো পানি না।
নূপুর বাজে (৫.০০)
বালাম
অ্যালবাম - বালাম
B_____G#m__E______F#
কার পায়ে নূপুর বাজে, বিরহী এ মনের কোণে
E_____G#m_E______F#
কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতিক্ষনে (২)
B______G#m_E______F#
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
B_____G#m_E______F#
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া
__B__G#m__E__F
কিছু ন...য়।
B_____G#m___E____F#
আগুন ঝরা ফাগুন কাটে, জীবনের বাঁকে বাঁকে
B__G#m_E______F#
অশান্ত এই মন, জানিনা যে কারে খোঁজে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
B____G#m_E______F#
দূর সে সুদূর পাড়ে, ভালোবাসা উঁকি মারে
B__G#m_E____F#
অতৃপ্ত এই মন, শুধুই তোমারে খোঁজে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
কার পায়ে নূপুর বাজে, বিরহী এ মনের কোণে
কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতিক্ষনে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
বালাম ভাইয়ের আরেকটি সুন্দর গান "বালাম" অ্যালবাম থেকে। আসলে এই অ্যালবামের প্রতিটি গানই অত্যন্ত শ্রুতিমধুর। তাই বারবার শুনতে ইচ্ছে করে।
আরও দেখুন -
এক মুঠো রোদ্দুর (বালাম) গানের পূর্ণ লিরিক্স ও গিটার কর্ড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।