আমাদের কথা খুঁজে নিন

   

কওমি মাদ্রাসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিণাম শুভ হবে না

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদ্রাসাশিক্ষায় শিক্ষিত  উলামা-মাশায়েখরা বহির্বিশ্বে বাংলাদেশেরে জনগণের ইসলামি মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। বৈদেশিক মুদ্রা উপার্জনেও ভূমিকা রাখছেন। সরকার তাদের সহযোগিতা না করে কওমি মাদ্রাসাগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচষ্টো চালাচ্ছে, যার পরিণাম শুভ হবে না।
 
আজ আইক্যাপ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।
 
কওমি মাদ্রাসাকে সরকারিভাবে পূর্ণ সাহায্য-সহযোগিতা করা ও যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানিয়ে এরশাদ বলেন, মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সম্পর্কে যারা ভ্রান্ত্র ও বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নীলনকশায় লপ্তি, সরকার যেন তাদের বিষয়ে সতর্কতামূলক প্রয়োজনীয়  প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.