sawhir@yahoo.com
আমার বান্ধবী, তাকে নিয়ে আমরা বন্ধুরা অনেক মশকরা করি, অনেক মজা করি।
বেশ ক'দিন আগে সে বাংলালিংকের দেশ প্যাকেজ কিনেছে, অনেক আনন্দ। সে পরদিন রাতে প্রায় ৮ টার দিকে আমাকে ফোন দিল যে, দোস্ত এফএনএফ কিভাবে করব? তখন আমি তাকে সব বললাম যে এই ভাবে করো। সে বলল ঠিক আছে। তার ঘন্টা তিনেক পর সে আবার আমাকে ফোন দিল এবং জিজ্ঞেস করল যে, তোর কয় টা এফএনএফ! আমি বললাম ৩টা।
সে বলল তিন টাই কি বুক? আমি বললাম হ্যাঁ। তখন সে আমাকে উওর দিল যে, তাইতো আমি তোর নম্বর এফএনএফ করতে চাইছি আর রিকুয়েস্ট ফেইলার আসছে। তুই আমার নম্বর এফএনএফ না করে অন্য আরেক জনেরটা করছিস আমার এফএনএফ রিকুয়েষ্টও রিফিউজ করছিস। আমি ত তোর কেউ না, তুই একটা হারামজাদা,....., .......,....... ইত্যাদি। আমি তাকে যতই বুঝানোর চেষ্টা করছি যে, তোমার ম্যাসেজে ভুল হয়েছে তাই রিকুয়েষ্ট ফেইল বা আনসাকসেস আসছে।
সে বুঝতেই চেষ্টা করল না। আর বারে বারে একই কথা তুই সব বুক রেখেছিস। পরে আমরা বন্ধুরা মিলে যে কি মজা করলাম তা ত বুঝতেই পারতেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।