আমার ব্যক্তিগত ব্লগ
শিলিগুড়ি থেকে জীপে করে দার্জিলিং এ রওনা হলাম। ১ ঘন্টা সমতলে চলার পর শুরু হলো পাহাড় বেয়ে ওঠা। সরু রাস্তা পাহাড়ের গা বেয়ে সাপের মতোন একেবেকে উঠে গেছে। অনেক জায়গায় খুব সুক্ষ বাঁক। এরমধ্যে যদি আরেকটা জীপ / গাড়ি আসে তো একটা গাড়িকে খাদের খুব কাছে নিয়ে দাড়া করাতে হয়।
রাস্তাও খুব ভাংগা চোরা, কোন কোন জায়গায় বড় বড় পাথর পড়ে আরো কঠিন অবস্থা হয়েছে।
আমার খুবই ভাল লেগেছে বলা বাহুল্য। তবে আমার সাথে যারা ছিল, তাদের অনুভূতিও কম মজার না। ভয় তারা পেয়েছিলেন, এক বাক্যে শিকার করেছেন। বার বার ড্রাইভার কে বলেছেন গাড়ি যতদূর সম্ভব পাহাড় ঘেষে (খাদ থেকে দুরে) চালান, অন্য গাড়ি পাস করার সময় ভয়ে চিৎকার করে উঠেছেন, দোয়া পড়েছেন যেন বিপরীত দিক থেকে অন্য গাড়ি না আসে, রাস্তা কেন ঠিক করা হয় না সেটা নিয়ে গবেষনা করেছেন, এখানকার কর্তৃপক্ষের কাছে যাবার পরিকল্পনা করেছেন, রাস্তা ওয়ান ওয়ে করার জন্য, পায়ে হেটে দুর্গম অংশ পার হবার চিন্তা করেছেন, গাড়ির দাম কত, লাভ কি রকম হয় ...ইত্যাদি ইত্যাদি ।
তবে সবারই কম বেশি ভাল লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।