আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মতো নিজের সলো অ্যালবাম করবেন পার্থ বড়ুয়া

গভীর কিছু শেখার আছে ....

ব্যান্ড গ্রুপ সোলসের নাম শুনলে প্রথমেই যার কথা মনে পড়ে তিনি হলেন মিউজিশিয়ান পার্থ বড়ুয়া। সোলসের পাশাপাশি এই প্রথমবারের মতো তিনি কোজআপ ওয়ান ২০০৬ বিজয়ী টপ টেনকে নিয়ে 'হ্যালো বৃষ্টি' অ্যালবামটি করেছেন। ব্যান্ডের বাইরে কাজ না করা পার্থ বড়ুয়া হঠাৎ করেই বা কেন কাজ করতে উৎসাহিত হলেন 'হ্যালো বৃষ্টি' অ্যালবামে। সম্প্রতি মগবাজারে পার্থ বড়ুয়ার মিউজিক স্টুডিওতে তার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে 'হ্যালো বৃষ্টি'সহ সম্প্রতি নানা প্রসঙ্গ। ব্লগারদের সঙ্গে শেয়ার করলাম সে কথাগুলো- সোলসের বাইরে 'হ্যালো বৃষ্টি' অ্যালবামে কাজ করলেন কেন? সোলসের সঙ্গে আমার বসবাস আজ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে।

এর মধ্যে সোলসের অধিকাংশ গানের মিউজিক কম্পোজিশনই আমার করা। তবে এটি ঠিক, সোলসের বাইরে আমি সাধারণত মিউজিকের কাজ করি না। কিন্তু 'হ্যালো বৃষ্টি'র প্রেক্ষিত ছিল ভিন্ন। ক্লোজআপ ওয়ান ২০০৬ সালে আমি বিচারকদের মধ্যে একজন ছিলাম। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে তাদের গান তুলে দিয়েছি আমি।

তাই তাদের জন্য কিছু করার একটা তাগিদ ভেতর থেকেই অনুভব করছিলাম। আর সেজন্যই ক্লোজআপ ওয়ান-২০০৬-এর বিজয়ী টপ টেনকে নিয়ে তৈরি করলাম 'হ্যালো বৃষ্টি' অ্যালবামটি। 'হ্যালো বৃষ্টি' অ্যালবামের সময় ক্লোজআপ ওয়ান-২০০৬ বিজয়ী টপ টেনকে আপনি কাছ থেকে দেখেছেন। তাদের সম্পর্কে আপনার ধারণাগুলো শেয়ার করুন। ক্লোজআপ ওয়ান ২০০৫ ও ২০০৬ বিজয়ীদের মধ্যে মূল পার্থক্য হলো ২০০৫-এর বিজয়ীদের কেউ কেউ কিন্তু গান শিখে আসেননি।

কিন্তু ২০০৬-এর টপ টেনের সবারই সম্পর্ক ছিল গানের সঙ্গে। আর সে কারণে গানের প্রতি এই গ্রুপটার কমিটমেন্ট অনেক বেশি। তবে এতে অনেকেই এখনো বয়সে ছোট। যথাযথভাবে প্র্যাকটিস করে গেলে আমার বিশ্বাস, তাদের মধ্য থেকেই ৪/৫ জন খুব বড়মাপের সিঙ্গার হিসেবে পরিচিতি পাবে। 'হ্যালো বৃষ্টি' অ্যালবামের মূল বৈশিষ্ট্য কোনটি বলে মনে করেন? এই অ্যালবামে আমি ট্রাই করেছি টপ টেনের প্রত্যেককে তাদের ট্র্যাকের বাইরে ভিন্ন কিছু করাতে।

যেমন সালমা সাধারণত ফোক সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত কিন্তু অ্যালবামে শ্রোতারা রোমান্টিক আধুনিক গানের শিল্পী হিসেবে সালমাকে আবিষ্কার করবেন। ক্লোজআপ ওয়ানের মতো সঙ্গীত প্রতিযোগিতাগুলোতে একজন প্রতিযোগীকে সব ধরনের গানই গাইতে হচ্ছে। এ ক্ষেত্রে সেই শিল্পী ফোক গাইবে না আধুনিকে যাবে তা নির্ধারণ করে দেবে কে? এটি শিল্পীর নিজেকেই বুঝতে হবে যে কোনটিতে সে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আর প্রতিযোগিতাতে সব ধরনের গান গাওয়ার মাধ্যমে সেই শিল্পী কোয়ালিটিকেই মূলত বিচারকরা যাচাই করে দেখেন। 'হ্যালো বৃষ্টি' অ্যালবাম তৈরির সময় স্মরণীয় কোনো ঘটনা আছে কি? 'হ্যালো বৃষ্টি' অ্যালবামের প্রতিটি গানের পেছনেই বিশাল কাহিনী লুকিয়ে আছে।

ঈদের আগেই ক্লোজআপ ওয়ান ২০০৬-এর ওই ১০ জনের আমেরিকা টুর ছিল। তাই আমাকে তাদের টুরে আগেই তাড়াহুড়া করে অন্তত তাদের ভয়েস রেকর্ড করে নিতে হয়েছে, মিউজিক বসিয়েছি পরে। এমনও হয়েছে, যেদিন তাদের ফ্লাইট সেদিন সকালেও তারা কেউ কেউ ভয়েস দিয়েছে। বিশেষ করে রন্টির গাওয়া 'হ্যালো বৃষ্টি' গানটি কিভাবে যেন কমপিউটার থেকে ডিলিট হয়ে গিয়েছিল। পরে যেদিন ফাইট সেদিনই রন্টি ব্যাগ-লাগেজ নিয়ে আমার স্টুডিওতে এসে গানে ভয়েস দিয়ে তার পর সোজা এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেয়।

এ রকম আরো অনেক স্মৃতি জড়িয়ে আছে পুরোটা অ্যালবামকে ঘিরে। ঈদের পরের দিন ইটিভিতে আপনি টপ টেনের চারজনকে নিয়ে একটি মিউজিকাল প্রোগ্রাম করেন। সেটি সম্পর্কে বলুন। এটি ঠিক, এই টাইপের অনুষ্ঠান করা আমার প্রথম। আমার এ অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যাতে জানতে পারে ক্লোজআপ ওয়ান বিজয়ী এসব বিজয়ীর নেপথ্য কথাগুলো।

তাদের ভালো লাগা, মন্দ লাগার কথাগুলো। অনুষ্ঠানে আলাপচারিতার পাশাপাশি 'হ্যালো বৃষ্টি' অ্যালবামের তিনটি গান নিয়ে তৈরি করা মিউজিক ভিডিও দেখানো হয়। 'হ্যালো বৃষ্টি' অ্যালবামের গানগুলোর কোনো ভিসিডি কি বাজারে আসবে? হ্যা, আমাকে গানচিল থেকে বলা হয়েছে ১০টি গানেরই মিউজিক ভিডিও তৈরি করা হলেই বাজারে ভিসিডি আকারে তা ছাড়া হবে। পরবর্তী সময়েও কি সোলসের বাইরে কাজ শ্রোতারা পাবে? এখনো কিছু ঠিক করিনি। যদি ইচ্ছা হয় তো করতেও পারি।

সময়ই সে কথা বলে দেবে। বর্তমানে ব্যস্ত রয়েছেন কি নিয়ে? সোলসের পরবর্তী অ্যালবাম জ্যাম-এর মিউজিক নিয়ে ব্যস্ত রয়েছি। অ্যালবামের অর্ধেক কাজ শেষ। আশা করছি ঈদুল আজহার আগেই শ্রোতারা তা হাতে পাবেন। আর অ্যালবামের টাইটেল সং জ্যামের মিউজিক ভিডিও তৈরি করে সামনের মাসেই বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে।

নিজের সলো অ্যালবাম করার কোনো প্ল্যান আছে? আমার গ্রুপের ছেলেরাই আমাকে তাগাদা দিচ্ছে একটি সলো অ্যালবাম করার জন্য। এতোদিন তো সোলসের বাইরে কিছু করিনি। তবে এবার করার প্ল্যান আছে। সোলসের নেক্সট অ্যালবাম বের হওয়ার পরই নিজের সলো অ্যালবামের কাজ শুরু করবো। ভিন্ন স্বাদের কিছু গান আশা করছি শ্রোতারা এতে পাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.