বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আমাদের অনেক স্বপ্ন আছে, বুকের ভিতর আশা আছে
মনের ভিতর খুবই কাছে, বেচে থাকার প্রয়াস আছে,
প্রয়াসগুলোর সঙ্গী হতে তেপান্তুরের পথ আছে
সুযোগ পেলেই এপার ওপার, পাড়ি দেবার কৌশল আছে।
আমাদের অনেক ইচ্ছে আছে, ইচ্ছের ভিতর কর্ম আছে
মনের ভিতর সকাল সাঝে, বাঁচতে চাওয়ার আকুতি আছে,
তেপান্তরের ভ্রমণ শেষে, ইচ্ছেমতো থাকার পরে
সব ফুরালে- শেকড় টানার অভ্যাস আছে।
কঠিন গদ্যে হঠাত করে ডুবে থাকার প্রমাণ আছে
গভীর মনে একাকি, কবিতায় মাতার অভ্যাস আছে,
পৃথিবীর সরল মায়া হারিয়ে ফেরার- পরিনতি আছে
এতকিছু থাকার আবার অনেক মানে জানা আছে।
জানা নাই শুধু, নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়?
আর আপন মনে ভালোবাসতে কিভাবে হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।