নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!
যখন আমার জন্ম হয়, তখন আমার মাথা ছিলো সম্পূর্ণ ফাঁকা! ধীরে ধীরে বড় হবার সময় আমার মাথায় সংরক্ষিত হতে থাকলো নতুন নতুন ছবি, নতুন নতুন শব্দ। একটা সময়ে এসে কথা বলতে শিখলাম। নতুন কিছু জানা ও শেখার আগ্রহও বাড়তো থাকলো প্রতিদিনই। এভাবেই শৈশব, বাল্যকাল পার করে এক সময় পদার্পণ করলাম লাবণ্যময় কৈশোরে।
একজন মানুষের জীবনে তার নিজস্ব চিন্তা-চেতনা গড়ে ওঠার সবচেয়ে শক্ত সময় হলো কৈশোর।
এই সময় তার মধ্যে যে চিন্তা-চেতনা ও ব্যক্তিত্ব গড়ে ওঠে, সাধারণত তার বাকি জীবনে সেই ব্যক্তিস্বত্বাটিই মুখ্যভাবে প্রকাশ পায়। বাবার বদলীর চাকরীর সুবাদে খুব অল্প বয়সেই ঘুরে ফেললাম অনেকগুলি জায়গা। নতুন নতুন স্কুল, নতুন নতুন বন্ধু, নতুন নতুন অভিজ্ঞতা! সম্পর্কের সূচনা ও সমাপ্তি খুব কাছ থেকে বহুবার দেখেছি আমি। একসময় পার করে ফেললাম জীবনের টিনেজ টাইমও।
এই সবকিছুর ফাকে আমার মনের মধ্যে খুব সহজ একটি ইচ্ছে দুর্দমনীয়ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে।
তা হলো- একটি নতুন পৃথিবীর স্বপ্ল, যে পৃথিবীতে কোন যুদ্ধ, ধ্বংস, প্রতিহিংসা, বিদ্বেশ, ঘৃণা, ক্রোধ, লোভ, ঈর্ষা, প্রতিশোধ ইত্যাদি নেতিবাচক শব্দগুলির কোন অস্তিত্ব নেই। সেখানে থাকবে শুধু অনাবিল হাসি, নির্মল শান্তি, এবং মানুষে মানুষে নিটোল ভালোবাসা! পুরো পৃথিবীটাই সেখানে একটি দেশ, যেখানে নেই কোন ভিসা প্রবলেম; মানুষের যখন খুশি যে দেশে খুশি ঘুরে ঘুরে বেড়াবে নিজের ইচ্ছেমত; বাধা দেওয়ার থাকবে না কেউ।
আমার খুব ঘুরতে ইচ্ছে করে এই পুরো পৃথিবীটাই। কিন্তু সে বিষয়টি অসম্ভব বিষয়ের কাছাকাছি। তাই বাস্তবে না পারি, অন্তত ভার্চুয়াল জগতে সেটা কিছুটা সম্ভব এই টেকনলজির কারণে।
এমন সময়ই সন্ধান পেলাম somewherein...blog - বাঁধ ভাঙার আওয়াজ-এর। আর যাই হোক পৃথিবীব্যাপী অন্তত বাংলা ভাষাভাষী মানুষের জন্য বাধাহীনভাবে এক হওয়ার অন্যতম একটি ওয়েবসাইট এটি। এমন সুযোগ মিস করা উচিত হবে কি? বিশাল এই পরিবারে নিজেকে সদস্য করার লোভ তাই ছাড়তে পারলাম না।
যারা নিজেদের মূল্যবান সময় থেকে সময় ধার নিয়ে অতি সামান্য এই লেখাটি পড়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আর সবার প্রতি রইলো উষ্ণ আমন্ত্রণ আমার কল্পনার নতুন পৃথিবীতে! একবার বেড়াতে আসতে আপত্বি নেই তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।