আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলশিক্ষার্থীরা অপরাধে জড়িয়ে পড়ছে

খুলনা মহানগরীর বিদ্যালয়গামী কিছু ছাত্র অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদক সেবন-বিকিকিনি, অস্ত্রের ব্যবহার ও বিকিকিনি থেকে শুরু করে খুনের মতো বড় ধরনের অপরাধেও তারা সম্পৃক্ত হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা অভিভাবকসহ স্থানীয় পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। জানা যায়, গত ২৭ আগস্ট খুলনার সেন্ট যোসেফ স্কুলের সামনে রাকিব নামের খুলনা জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্রকে সহপাঠীরা বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার কয়েক দিন পর একই স্কুলের সামনে খুলনা সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র এইচ এম সাজিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সেন্ট যোসেফ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তাহসিন, শাকিবসহ ৭ জনের নামে মামলা হয়েছে। সর্বশেষ গত সোমবার খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় থেকে খুলনা বিকে স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফয়জুল হক বাপ্পী, সেন্ট যোসেফ স্কুলের দশম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ও সরকারি সুন্দরবন কলেজের প্রথম বর্ষের ছাত্র ফারহান হাফিজকে রামদা ও চাপাতিসহ খুলনা সদর থানা পুলিশ গ্রেফতার করে। তারা অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, খুলনার মাদক ও অস্ত্র ব্যবসায়ী চক্র পরিকল্পিতভাবে নামিদামি স্কুলগুলোর ৯ম ও দশম শ্রেণীর অপেক্ষাকৃত চঞ্চল ছাত্রদের টার্গেট করে ব্যবহার করছে। এসব স্কুল ছাত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র ও মাদক। এসব ছাত্ররা স্থানীয় ছাত্র রাজনীতির স্বার্থেও ব্যবহৃত হচ্ছে। খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অপরাধের সঙ্গে খুলনার নাম করা কয়েকটি স্কুলের নবম ও দশম শ্রেণীর কিছু ছাত্রের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মূলত অভিভাবকদের সন্তানের প্রতি নজর না দেওয়ায় তারা বকে যাচ্ছে। স্কুল শিক্ষকদের বেখেয়ালিপনাও এর জন্য দায়ী। সর্বোপরি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু নেতা তাদের স্বার্থে স্কুল ছাত্রদের ব্যবহার করছে। সব মিলে অপরাধে জড়িয়ে পড়ছে স্কুল ছাত্ররা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.