আমাদের কথা খুঁজে নিন

   

মানবতাবিরোধী অপরাধে বিএনপিরও বিচার হবে

হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার কারণে আগামীতে ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির বিচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল সকালে রাজধানীর জিরো পয়েন্টে ১৮ দলের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, '৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যেমন বিচার হচ্ছে, আগামীতে আমরা ক্ষমতায় এলে হরতাল-অবরোধে আগুন দিয়ে মানুষ পোড়ানোর দায়ে বিএনপি নেতাদেরও বিচার করা হবে। খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে নতুন কর্মসূচি দেওয়ার কথা বলছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, 'সামনে বিএনপির কর্মসূচিতে জনগণ তো দূরের কথা, বিএনপির নেতা-কর্মীদেরও খুঁজে পাওয়া যাবে না। তার (খালেদা) আন্দোলন দেশের মানুষ বরাবরের মতো প্রত্যাখ্যান করবে।' সামনের আন্দোলন কর্মসূচিতে খালেদা জিয়ার নিজেই রাস্তায় নামার বিষয়ে মন্ত্রী বলেন, 'আমরাও চাই অন্তঃপুর থেকে বেগম জিয়া রাস্তায় নামুন। নিজেই দেখুন কীভাবে মানুষ তাদের প্রত্যাখ্যান করে।' তিনি বলেন, 'শোনা যাচ্ছে তিনি গণকারফিউ দেবেন। কারফিউ মানে রাস্তায় মানুষ নামলে গুলি করে মারা। খালেদা জিয়া কি মানুষ মারবেন? তাকে এ অধিকার কে দিয়েছে?' বিএনপি সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পাঁয়তারা করছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, 'বিএনপি ওয়াকওভার দেওয়ায় আমরা ১৫৪ সিটে জয়লাভ করেছি। তারা খেলার মাঠে (নির্বাচনে) আসেনি বলেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি।' বিএনপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'জামায়াতের সঙ্গ ত্যাগ করে প্রকাশ্যে ক্ষমা চাইলে দশম জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচনের জন্য সমঝোতা করব।' ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেন, 'নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আমরাও চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে অংশ নিতে। তবে দশম নয়, তা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।' নির্বাচনে না এলে বিএনপির অবস্থা ন্যাশনাল আওয়ামী পার্টির মতো হবে উল্লেখ করে তিনি বলেন, 'তখন ব্র্যাকেটে বন্দী হবে তারা। বিএনপি (তারেক), বিএনপি (মওদুদ) এমন নাম হবে তাদের।'

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.