আমাদের কথা খুঁজে নিন

   

'পূবালী ব্যাংকের আট পরিচালকের পদ অবৈধ'

আইনগত শর্ত পূরণ না হওয়ায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম আর হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী ব্যাংকে নূ্যনতম ২ শতাংশ শেয়ার না থাকায় আদালত এ রায় দেন। ওই আট জন হলেন- চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান ও আজিজুর রহমান। আদালতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম। আর ব্যাংকের শেয়ার মালিক শফি আহমেদ চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকেব মাহবুব। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ নভেম্বর ও ৭ ডিসেম্বর এক নির্দেশনায় কোম্পানির পরিচালকদের সংশ্লিষ্ট কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করে বিএসইসি। গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ওই আটজন পরিচালক নির্বাচিত হন।

এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় ১৪ আগস্ট পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে আদালত গত ২০ আগস্ট রুল ও স্থগিতাদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদেশ দেন আদালত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.