আমাদের কথা খুঁজে নিন

   

বই পড়া প্রতিযোগিতার নিবন্ধন শুরু ১ এপ্রিল, &#

বিশ্ব বই দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতার নিবন্ধন ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ৩১ মে পর্যন্ত। মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুন।

'ওন এ বুক, রিড এ বুক' স্লোগানকে সামনে রেখে বিশ্ব বই দিবস উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডেন) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয়, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের কার্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিবন্ধন করা যাবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিশু কিশোরসহ সব বয়সীদের ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের এ, বি, সি, ডি- এই ৪টি দলে ভাগ করা হয়েছে।

এর মধ্যে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়া শিক্ষার্থীরা এ দলে, নবম-দশম শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা বি দলে একাদশ-দ্বাদশ শ্রেণী সি দলে এবং যে কোনো পূর্ণ বয়স্ক ব্যক্তিরা ডি দলে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীরা বিট্রিশ কাউন্সিল থেকে দেওয়া একটি বই পড়বেন এবং পড়া শেষে একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নেবেন। প্রতিটি দলে প্রথম স্থান অধিকারীরা একটি ল্যাপটপ এবং অন্যান্য বিজয়ীরাও পুরস্কার পাবেন।

এতে আরো জানানো হয়, প্রতিযোগীদের জন্য দেওয়া বইগুলো খুবই সহজ ইংরেজিতে লেখা এবং গল্পগুলো যে কোনো পাঠকের জন্য উপভোগ্য হবে। এছাড়া প্রতিযোগীদের বইটি ফেরত দিতে হবে না। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনসহ যে কোনো তথ্য ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার ম্যানেজার মিসেস সারওয়াত মাসুদা রেজা, জব বিডি ডট কমের চিফ এঙ্িিকউটিভ ডাইরেক্টর কে এম হাসান রিপন, ডেফোডিল এডুকেশন নেটওয়াকের এঙ্িিকউটিভ ডাইরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, ঢাকা এফএম ৯০.৪ জেনারেল ম্যানেজার মোহাম্মদ আনিসুজ্জামান আনিস প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.