আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..
ফটো ক্যাপশন- বিপাশাকে কোলে নিয়ে আবুল হায়াত
ব্যক্তি জীবন
এ গুণী মানুষটির জন্মস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। জন্ম তারিখটা ছিল ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর। জন্ম তারিখটি ইংরেজি ৭ সেপ্টেম্বর হলেও বাংলা ২৩ ভাদ্র পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। জন্মস্থান মুর্শিদাবাদে হলেও কোৎনো কিছু বোঝার আগেই বাবার রেলওয়ের চাকরি সূত্রে স্থায়ী হন চট্টগ্রামে । তাই নাটক পাগল এ মানুষটির ছেলেবেলা মূলত চট্টগ্রামেই কাটে।
স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেটৃকুলেশন (বর্তমান এসএসসি) পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে সোজা বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময়ই শেরেবাংলা হলে থাকতেন, বুয়েটের হল জীবন তার খুব মজারই কেটেছে। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।
চাকরিকালেও প্রচুর নাটক করেছেন, তারপরও চাকরির প্রতি একনিষ্ঠতার জন্য মাত্র ১০ বছরের মধ্যেই সংস্থাটির নির্বাহী পদে প্রমোশন লাভ করেন।
(চলেব..)
ফটো ক্যাপশন-১.বিপাশাকে কোলে নিয়ে আবুল হায়াত ২.ছোট বোনকে কোলে নিয়ে বালক আবুল হায়াত ৩.ঢাকা ওয়াসাতে চাকরীকালীন ফটো ৪.নিজ ফ্লাটে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।