আমাদের কথা খুঁজে নিন

   

মিশরের সিনাইয়ে জোড়া বিস্ফোরণে নিহত ৬



মিশরের সিনাই উপত্যকায় বুধবার শক্তিশালী জোড়া গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। প্রথম বোমাটি গাজার সীমান্তবর্তী রাফা এলাকার সেনা সদর দপ্তরে, দ্বিতীয় বোমাটি একটি সামরিক চেক পয়েন্টে বিস্ফোরিত হয়। উভয় এ হামলায় ৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন 'ইজিপ্শিয়ান টেলিভিশন নেটওয়ার্ক' এ খবর জানিয়েছে।

একজন সেনা মুখপাত্র জানান, ইসরাইল ও গাজার সীমান্তবর্তী রাফা এলাকায় সেনা গোয়েন্দা সংস্থার দপ্তরে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। তাতে ৫ জন নিহত, আহত হন ৮ জন। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই অপর একটি সামরিক চেক পয়েন্টে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। তাতে আরও ১ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শক্তিশালী ওই বোমা হামলায় সেনা গোয়েন্দা সংস্থার ভবন ছাড়াও রাফার ইমাম আলী এলাকার অন্যান্য ভবন কেঁপে ওঠে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল আরাবিয়্যা জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১০ জন আহত হন। গত জুলাইয়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর সিনাই এলাকায় বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। এর আগে সোমবার মিশরের সেনা সমর্থিত সরকার ঘোষণা দিয়েছিল, সিনাইয়ের অস্থিতিশীল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক শক্তিশালী করা হবে। ধারণা করা হচ্ছে, এ ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটাল অজ্ঞাত কোন সশস্ত্র ইসলামি সংগঠন। এছাড়া সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অপর এক খবরে জানিয়েছিল, সিনাই ভিত্তিক একটি ইসলামি গ্রুপের পক্ষ থেকে হুমকি দেয়ার পরই এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দেয়া হয়।

খবরে বলা হয়েছিল, ওই ইসলামি সংগঠনটি মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে। শনিবার গাজা উপত্যকার কাছাকাছি সিনাই এলাকায় মিশরের নিরাপত্তা বাহিনী ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান চালায়। তাতে সেনা-জঙ্গি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন হতাহত হন। সূত্র : আল আরাবিয়্যাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।