যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
দেশের অবস্থা এখন স্মরণকালের মধ্যে ভয়াবহ। যার চোখ আছে , কান আছে , মন ও মস্তিষ্ক আছে এবং সক্রিয় কেবল তারাই অনুধাবন করতে পারবেন আমাদের এই করুণ অবস্থা । মইনুলের বলার দরকার ছিলনা আমাদের কি পরিণতি হবে তারা ব্যর্থ হলে !! তারা কি বলতে চায় তারা সার্থক ?? ভাই আর যাই হোক ছাগল দিয়ে হাল চাষ হয়না আর হাটু দিয়ে হাটা যায়না ।
আমাদের সাকার্স দল যেন দেশে টেবিল টেনিস খেলা দেখতে গিয়ে খুব বিস্মিত কোন মুরগির ডিম এটা !!হায়রে কপাল মানুষ না খেয়ে মরছে আর ওনারা আছেন ভিক্ষার চাল কারা না আকারা ?? এই নিয়ে ।
মানুষের এমন বিচার বুদ্ধিবোধ কত নিচে নামলে এমন মন্তব্য করে !?? নিশ্চয়ই হাটুতে ।
বন্যায় আমার ভেসে গেলাম , রাজনৈতিক সরকার গুলো সফলভাবে কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগ গুলো মোকাবেলা করেছিল ত্রাণের মাল যতই মারুক কিংবা না মারুক । আর এই অরাজনৈতিক মস্তিষ্কহীন সরকার কিন্তু কোন কাজ কর্ম না করে একই বক্তব্য দিল । পর্যাপ্ত খাদ্য আছে এবং সফলভাবে তারা বন্যা মোকাবেলা করছে ।
হায়রে লংকা!! তাহলে বন্যার ত্রাণগুলো কেন জনগণ পাচ্ছেনা ,কে মেরে দিচ্ছে !!??
যেখানে জীবন বাচানো ফরজ সেখানে কোন নিয়শ কি কেউ মানে ?? পেটে ভাত না থাকলে কেউ দেখে ভিক্ষার চাল কারা না আকারা ??
প্লিজ - সকল ফাপরবাজি ভয়ভীতি চোখ রাঙানী ভুলে গিয়ে বানভাসীদের পাশে দাড়াই । দুর্যোগ কাটুক তারপর না হয় আবার আমরা চোর পুলিশ খেলব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।