আমাদের কথা খুঁজে নিন

   

খসড়া # ১

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

১. মায়ের জন্মদিন মনে নেই। বাবার জন্মদিনও। একটু ভাবতে, বাবার মৃত্যুদিনও মনে নেই, শুধু এইটুকু মনে আসে। তবে মনে পড়ে, নিজের জন্মদিন মনে আছে। নেতাজিরও।

২. একবার ভালোপাহাড় গেছিলাম। সেখানে রাত্রে খুব জোসনা পড়েছিলো। আর মহুয়া। আর হিম। সেখানে বাগানে একটি রূপসী লেবুগাছ ছিলো যে সত্যিই একটি লেবুগাছ ছিলো।

আমি ঠা ঠা চাঁদের নিচে দাঁড়িয়ে তার পাতায় পাতায় তিনটে-পাঁচটা চুমু খেয়েছিলাম। সব গাছেদের সামনেই। খুব সুখ হয়েছিলো। আমার তখনকার স্ত্রী ও প্রেমিকা সেসময় ঘুমুচ্ছিলো। ঘরে।

তারা মানুষ ছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।