নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
আমাকে চিনতে আপনাদের কোন সমস্যা হবার কথা নয়, কারণ আমি আপনাদের মত খুব সাধারণ একজন। শুধু পার্থক্য এতটুকুই আমি রাজনৈতিক নেতাদের মত রাজনীতির প্যাচ বুঝিনা, উপদেষ্টাদের মত তত্ত্ববাক্য বলতে পারিনা, দূর্ণীতিবাজ মন্ত্রীদের দূর্ণীতির কৌশল, কসরত কোনটাই জানিনা, মন্ত্রী আমলাদের পিছু ঘুরে টাকওয়ালা টাকার রাজ্যও বানাতে পারিনা, এক অর্থে নেতিবাচক এ জীবনটায় না পারার মূর্খতায় মূর্খই হয়ে রইলাম।
যতই মূর্খ হই কিন্তু এতটুকুন উপলব্ধি করতে পারি আজ সারা দেশের বাজার পরিস্থিতি নাগালের বাহিরে, সাধারণের ক্রয় সীমার মধ্যে আর থাকছেনা, বণ্যা দুর্গতেরা ত্রানের অপেক্ষায় হাহাকার করছে, দেশের বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে, একের পর এক পাট কল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকদের ছাটাইয়ে বেকার হবার আশংকা। এসব সাধারণ বাক্যগুলো বুঝতে খুব বেশী বড় মস্তিষ্কের প্রয়োজন হয়না।
আমার না বোঝার মাত্রাটা এতই বেশী কোন জনসমাবেশে আমার প্রিয় নেতার দেয়া পক্ষে-বিপক্ষের যেকোন বক্ত্যব্যকে নির্দিধায় মেনে নিয়ে হ্যা হ্যা করেছি, তাদেরকে প্রনাম করেছি, ভোট দিয়েছি, ক্ষমতায় আসীন করেছি, সাথে রাজাকারকেও সমর্থন করে তাদেরকেও পতাকাবাহী গাড়ীতে চলার সুযোগ করে দিয়েছি। আর কত আত্মপক্ষ সমর্থন করব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।