নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে 'বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা' ও 'ভোলা উন্নয়ন সমিতি'-এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। গতকাল বিকালে 'বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা'-এর ৪২ জনের একটি প্রতিনিধি দল ইউনূস সেন্টারে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর (অব.) এম এম মেহবুব রহমান। এ ছাড়াও 'ভোলা উন্নয়ন সমিতি'-এর সভাপতি কালাম ফায়েজীর নেতৃত্বে ১০০ জনের প্রতিনিধি দল প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। 'কংগ্রেশনাল গোল্ড মেডেল' পুরস্কার অর্জনে তারা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক রক্ষার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।