আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় ১৫ কোটি টাকা নিয়ে উধাও

নওগাঁয় পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইট লি. নামে একটি সমবায়ী প্রতিষ্ঠান ৪ হাজার আমানতকারীর প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে গ্রাহক ও কর্মীরা জেলা সমবায় অফিসের প্রধান কার্যালয় ঘেরাও করে। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ওই প্রতিষ্ঠানের মাঠকর্মী ও সমবায় অফিসের কর্মকর্তারা নিজেদের গা বাঁচাতে দফায়-দফায় গোপন বৈঠক করে চলেছেন।

জানা গেছে, ২০০৮ সালে নওগাঁ শহরের একটি ভবন ভাড়া নিয়ে সদস্য ও আমানত সংগ্রহ কার্যক্রম শুরু করে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। প্রথম দিকে তারা বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। জেলার ১১টি উপজেলার প্রতিটিতেই তাদের রয়েছে শাখা অফিস। সাধারণ আমানতকারীদের হিসাব মতে, এ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমানতকারী হিসেবে জেলায় সম্পৃক্ত হয়েছেন প্রায় ৪ হাজার নারী-পুরুষ।

শহরের কয়েকজন ভুক্তভোগী জানান, মাঠকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, মাল্টিপারপাসের সভাপতি আহম্মদ আলী, পরিচালনা পরিষদের সদস্য এমদাদ, তোফায়েল, আতাউর রহমানসহ সংশ্লিষ্টরা আমানতের অর্থ আত্দসাৎ করে পালিয়ে গেছেন।

এ বিষয়ে গতকাল বিকালে জেলা সমবায় অফিসে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সমবায় কর্মকর্তা ও পপুলার মাল্টিপারপাসের মাঠকর্মীদের আরেক দফা গোপন বৈঠক চলছে। তারা অফিসের মূল গেট বন্ধ করে ভেতরে বৈঠক করছিলেন। জেলার রানীনগর উপজেলা সমবায় কর্মকর্তা নাজিম উদ্দীনের নেতৃত্বে দফায়-দফায় গোপন বৈঠক চলছে।

এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, পপুলার মাল্টিপারপাস উধাও হওয়ার খবর শুনে তিনি নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে কাউকে আসামি করে কোনো মামলা দায়ের কিংবা তদন্ত কমিটি গঠন করা হয়নি। পপুলার মাল্টিপারপাসের মাসিক বা বার্ষিক প্রতিবেদনও দেখাতে পারেননি তিনি। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের কোনো তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.