ফ্যাশন হাউসকে ঘিরে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন সবাই এমান্সিও ওর্তেগাকে গুরু মানেন। কারণ রীতিমতো ফ্যাশন বিপ্লব ঘটিয়েছেন এই স্প্যানিশ ধনকুবের। তিন সন্তানের জনক ওর্তেগার মোট সম্পদের পরিমাণ ৬৪ বিলিয়ন ডলার। থাকেন স্পেনের লা করুনায়। ২০১১ সালের তিনি বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ইন্ডিট্যাঙ্রে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া তিনি স্পেনের জারা ইন্টারন্যাশনালের কর্ণধার। বর্তমানে ফ্যাশনের গণ্ডি পেরিয়ে বিভিন্ন সেক্টরে পা দিচ্ছেন তিনি। তার মালিকানায় রয়েছে এপিক হোটেল, একটি ৫৪তলার বিলাসবহুল ভবনসহ বেশ কিছু প্রতিষ্ঠান। ১৯৩৬ সালে স্পেনে জন্মগ্রহণ করেন এই ব্যবসায়ী। তার বাবা ছিলেন রেল কর্মচারী। এ কারণে স্পেনের কোনো শহরেই স্থায়ী হতে পারেননি তারা। ছুটে বেড়িয়েছেন স্পেনের এক শহর থেকে আরেক শহরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।