আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে প্রেমিক জুটির ওপর চড়াও ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী এক প্রেমিক জুটির ওপর চড়াও হয়ে প্রেমিককে মারধর করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আইন ও মুসলিম বিধান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এক ছাত্রী তার বহিরাগত প্রেমিকের সঙ্গে শহীদ মিনারের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী ওই প্রেমিককে গালিগালাজ করে এবং পরে মারধর করে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এদিকে অভিযোগ উঠেছে, ইবি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির এক নেতা ওই ছাত্রের ওপরে হামলায় ইন্ধন দিয়েছেন। কারণ ছাত্রলীগের এ নেতা নিজেই ওই ছাত্রীকে পছন্দ করতেন। ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন, ছাত্রীটির সঙ্গে তার বন্ধুদের একটু সমস্যা হয়েছিল। আমরা সমাধান করে দিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.