আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য একটা বাড়ী নিজামীকে দিলে রাষ্ট্রের কী এমন ক্ষতি?

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

বিষয়টি বাসী হলেও বিবেক ভীষণভাবে তাড়িয়ে বেড়াচ্ছে এ নিয়ে কিছু লিখবার জন্যে। নিজামীকে ‘রাষ্ট্রীয় কাজে বিশেষ অবদান রাখায়’ তার বসবাসের জন্য তার অনুকুলে সরকারী প্লট বরাদ্দ করা হয়েছে। কথায় বলে ‘সরকারী মাল দরিয়ামে ঢাল’। সরকারী মাল প্লট। সেটা নিজামীকে দেয়া হোক আর দরিয়ামে ঢেলে দিক আমার তাতে কিচ্ছু এসে যায় না।

আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় আমাদের বুকের রক্তে, আমাদের সীমাহীন আত্মত্যাগে পাওয়া এই সবুজ জমিটুকুর সাথে রসিকতা করলে, একে অপমান করলে। নিজামী রাষ্ট্রীয় কাজে বিশেষ কোন অবদানটি রেখেছেন যে তার অনুকুলে এই অজুহাতে একটি প্লট বরাদ্দ দিতে হবে? দেশে কী আর কোনও অজুহাত ছিল না যা’ দাড় করিয়ে তাকে একটি প্লট দিয়ে দেয়া যেত। তাহলেও তো অন্ততপক্ষে এই বঞ্চিত দেশটির সাথে এমন নিষ্ঠুর পরিহাস করা হত না। মালা বদল শব্দটার সাথে আমরা কমবেশী সবাই পরিচিত। আমরা সবাই জানি মালা পরানো হয় কাউকে বিশেষভাবে সম্মানিত করবার জন্যে।

কিন্তু চোরের গলায় যে মালাটি পরানো হয় সেটিও কিন্তু মালা আর এটি কখনোই সম্মনিত করার জন্যে পরানো হয় না পরানো হয় তাকে ছোট করে দেয়ার জন্য। আমাদের এই ছোট্ট রাষ্ট্রটিকে সম্মানিত করার প্রনান্ত চেষ্টা আমরা সবাই কোনও না কোনভাবে করছি। তবে রাষ্ট্রের গলায় ‘বিশেষ অবদানের’ এই কলংকিত মালাটি না পরালে জাতির কী খুউব ক্ষতি হয়ে যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।