আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা স্বপ্নেরা

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

কখনো আকাশ জুড়ে মেঘ করে গেলে কখনো বিষন্ন সন্ধ্যায় বাইরে অঝর বৃষ্টির কান্না থেমে গেলে কখনো সন্ধ্যাতারা মেঘে ঢেকে গেলে পথিকের পথচলা থামে কী? রুপোর চাদরে মোড়া সেগুন কাঠের খাটে শুয়ে কখনো কী সেগুনের কান্না শোনা যায় কখনো কী মনে পড়ে সারারাত জ্বলে জ্বলে শেষরাতে প্রদীপের নিভে যাওয়া ব্যথা। অথবা সমুদ্রে মিশে যাওয়া নদীর কখনো কী মনে পড়ে ফেলে আসা ঝরণার কথা কিম্বা দুর্দান্ত যৌবনের বেলায় কখনো কি ভুল করে মনে পড়ে কৈশোরে ফেলে আসা নদী জল কাদা। হলেও হতে পারে হয়তোবা নয় তবুও প্রদীপ জ্বলে আকাশ ঢাকে কালো মেঘে আর স্বপ্নেরা বুক বাধে নতুন আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।