আমাদের কথা খুঁজে নিন

   

তাঁর জন্য ভালবাসা যিনি সারাজাহানের জন্য আল্লাহর রহমত - ১

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

লিখাটা আমার ব্লগে অনেক আগে প্রকাশ করেছিলাম। রসূলের জন্মের মাসে এটাকে আবার গ্রুপে দিলাম। ========================= মানবতার বন্ধু তিনি - কল্যাণ ও সমগ্র সৌন্দর্যের বিমূর্ত প্রতীক। রহমত, ভালবাসা, করুণা, দয়া ও মানুষের প্রতি শুভকামনার পরিপূর্ণ সমাবেশ ঘটেছে তাঁর চরিত্রে।

তিনি আদমের সন্তানদের শ্রেষ্ঠতম - আল্লাহর বাণীবাহকদের সর্দার। হেরা গুহার অন্ধকারে তাঁর কাছে কুরআনের নূর পাঠানো হয়েছে মানবতাকে মূর্খতার আঁধার থেকে বের করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে। কে তিনি? তিনি সারাজাহানের জন্য আল্লাহর করুণা! রব্বুল ‌‌‌‌‌‌‌‘আলামীন তাঁকে সমগ্র সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন। তাঁর আগমনে অজ্ঞতার অন্ধকার বিদূরিত হয়েছে, সত্যের আলো উঠেছে ফুটে; অকল্যাণের দরোজা বন্ধ হয়ে কল্যাণের ফল্গুধারায় সিক্ত হয়ে উঠেছে আমাদের এই বসুন্ধরা; শয়তানের অনুসারীদের দূর্গদ্বারে দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়ে সত্যানুসারীদের জন্য রচনা করা হয়েছে আলোকিত মহাসড়ক; অন্যায়-জুলুমের শৃঙ্খল ভাঙ্গার হাতিয়ার হাতে ধরিয়ে দিয়ে মানবতাকে দেখানো হয়েছে ন্যায়-ইনসাফের নির্দেশনা; হাজারো খোদার দাসত্বের ভুল পথ থেকে সরিয়ে মানবতাকে দেখানো হয়েছে এক মহান সর্বশক্তিমান খোদার বন্দেগীর সোজা-সরল রাজপথ; সৃষ্টির গোলামী থেকে মানুষকে বের করে তার জন্য মওকা বানানো হয়েছে স্রষ্টার আনুগত্যের; দুনিয়ার জীবনের সঙ্কীর্ণতার পরিবর্তে মানুষকে দেখানো হয়েছে আখিরাতের অনন্ত জীবনের সুবিশাল প্রশস্ততাকে। মানবতার বন্ধু তিনি - কল্যাণ ও সমগ্র সৌন্দর্যের বিমূর্ত প্রতীক।

রহমত, ভালবাসা, করুণা, দয়া ও মানুষের প্রতি শুভকামনার পরিপূর্ণ সমাবেশ ঘটেছে তাঁর চরিত্রে। তিনি আদমের সন্তানদের শ্রেষ্ঠতম - আল্লাহর বাণীবাহকদের সর্দার। হেরা গুহার অন্ধকারে তাঁর কাছে কুরআনের নূর পাঠানো হয়েছে মানবতাকে মূর্খতার আঁধার থেকে বের করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে। তিনি মুহাম্মদ - আল্লাহর করুণা এবং শান্তি বর্ষিত হোক তাঁর ও তাঁর পরিবারবর্গের উপর। সফলতা ও কল্যাণের অধিকারী হয়েছে তারা যারা তাঁর (সঃ) অনুসরণ করেছে ভালবাসা ও ভক্তি সহকারে; আর অকল্যাণ ও ধ্বংস তাদের জন্য যারা তাঁকে (সঃ) ঘৃণা করেছে ও তাঁর (সঃ) অনুসরণ থেকে মূখ ফিরিয়ে নিয়েছে।

২য় পর্ব: কেন তাকে ভালবাসতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.