জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। শেরে বাংলা একে ফজলুল হক তাঁর সময়ে প্রতিক্রিয়াশীলদের ব্যাপারে বলেছিলেন - "ওরা যদি কোন ব্যাপারে আমাকে সাপোর্ট করে তাহলে আমি কনফার্ম হয়ে যাই আমার ভুল হচ্ছে। আর তারা যদি আমাকে কোন ব্যাপারে গালাগাল করে তাহলেও আমি নিশ্চিত হই আমি ঠিক পথেই চলছি। " শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, তাঁর অনুরক্ত, মুক্তচিন্তার মুক্তমানুষ যাঁরা তাঁদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি । আর ব্লগটাকে যারা আস্তাকুঁড় বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে নিচের কথাগুলি - "হাতি নিজমনে পথ চলে , আর কুত্তা পথ চলে চিল্লাতে চিল্লাতে" ডঃ জাফর ইকবাল এর সেই কলাম, যার জন্য এতকিছু - Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।