আমাদের কথা খুঁজে নিন

   

"জাতীয় চোর" নিপাত যাক !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি সবকিছুই তো শুনেছেন কিংবা জানেনও কিন্তু এটা কি কখনো শুনেছেন কিংবা জানেন সাম্প্রতিক সময়ে "জাতীয় চোর" নামের নতুন একটি শব্দ রচিত হয়েছে বা হতে যাচ্ছে আমাদের দেশে ! ব্যপারটা শুনে একটু আশ্চর্য হবেনই বটে ! তবে আশ্চর্য হবার মত কোন শব্দ বা ঘটনা তা নয়, খুবই সহজ, সরল এবং বাস্তব সত্য একটি চিত্র। আগে আমার উত্তর দিন, এতদিন কারা আমাদের দেশের নেতৃত্ব দিয়েছে, অর্থ্যাৎ কারা দেশ পরিচালনা করেছে ? উত্তরটা খুবই সহজ এতদিন আমরা যাদেরকে ভালভাবে চিনেছি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় যাদেরকে মূল্যবান ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলাম, তারাই অর্থ্যাৎ যারা ছিলেন আমাদের দেশের কর্ণধার আমাদের জাতীয় নেতা। সাম্প্রতিক সময়ের "দূর্ণীতি বিরোধী অভিযানে" সেই সব নেতাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে এবং তাদের জবানবন্দীতে যে সকল তথ্য প্রকাশ পেয়েছে, তাতে তাদের সম্পর্কে জানতে আমাদের আর বাকী নেই। স্পষ্টতই সত্য, তাদের লুটপাট, চুরি, চাদাবাজি আমাদের দেশকে ধ্বংস-এর পথে নিয়ে যাচ্ছিল। তাদের এই অর্থ চুরির মহড়া দেখে সত্যিই বিষ্মিত হতে হই ! চোরের কোন জাত নেই, কোন শ্রেণীবিভাগ নেই, চোর চোরই কিন্তু এইসব নেতারা যে উচুমানের চোর, সম্মানীয় চোর, তাই এরা আমাদের জাতীয় নেতা নই এরা "জাতীয় চোর"। এতদিন আমরা দেখেও না দেখে, বুঝেও না বুঝে, শুনেও না শুনে এসব "জাতীয় চোর"-দেরকেই সমর্থন করে এসেছি, এখন কি সময় আসেনি, যে সমর্থন দূরে থাক, এসব "জাতীয় চোর"-এর বিরুদ্ধে আমাদের সম্মিলিত কন্ঠস্বর দৃঢ় থেকে দৃঢ়তর হবে ! ""জাতীয় চোর" নিপাত যাক"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.