আমাদের কথা খুঁজে নিন

   

জান্নাতের বিয়ে( শেষ পর্ব)

আমি একজন নিরাপদ ব্লগার

শিমুল ভাই বুয়েটের শিক্ষক পদে জয়েন্ট করেছেন কিছু দিন হল। তার জন্য পাত্রী দেখা হচ্ছে । অবশেষে পাত্রী পাওয়া গেল । পাত্রী আর কেউ নয় এ গল্পের নায়িকা জান্নাত। জান্নাত একটি কোম্পানীতে মোটা অংকের মাইনে তে চাকরি করছে।

বুয়েটে তার পজিশন ছিল থার্ড। ফলে টিচার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। দেখতে শুনতে মাশাল্লাহ রুপসী। সবার সম্মতিতে বুয়েটের দুই ব্রিলিয়ান্টের বিয়ে হল। আমার বিপদের বন্ধু সংসারী হল।

গেল দুই বছর তার সাথে আমার কোন যোগাযোগ নাই। ফলে বুঝতেই পারছেন দাওয়াত পাইনি। যে দিন বিবাহ তখন আমি বাসায়। ফলে মমতাজের সেই গানটির প্যারোডি মনে পড়ছিল- "বন্ধু যখন জামাই লইয়া আমার সামনে দিয়া হাইটা যায় (খুশিতে) বুকটা ফাইটা যায়। " তবে জান্নাত যেহেতু আমার বিপদের বন্ধু ।

তাই তার জন্য আমার দোয়া থাকবে চিরকাল। সে কখনো যদি বিপদে পড়ে অবশ্যই আমি এগিয়ে যাব। আপ্রান চেষ্টা করব তার জন্য। আসলে - "বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। " [এ গল্পটি আমার জীবন থেকে নেয়া একটি গল্প।

রিয়েলিটি সো এর মত গল্পটি হওয়ায় এর সৌন্দর্য অনেকখানি ব্যাহত হয়েছে। আমি ইচ্ছা করলে এতে অনেক মিথ্যা কাহিনী ঢুকাতে পারতাম। কিন্তু না, আমি এটা করিনি। কারন ধারনা করাও পাপ। গল্পটি আপনাদের কাছে কেমন লাগল জানতে পারি।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.