আমি একজন নিরাপদ ব্লগার
এ বার জান্নাত পড়ল বিপদে। কি করবে, বুঝতে পারছিল না সে। অবশেষে সে তার ভাইকে বলে দিল । তিনি বিষয়টি টেকনিক্যাললি নিলেন। সফিকে কাছে ডেকে বললেন, তুমি জান্নাতের প্রেমে পড়েছো, ভাল কথা ।
কিন্তু তোমার কি আছে যে তোমার কাছে আমরা আমার বোনকে দিব। যদি তুমি আমার বোনের যোগ্য হতে পারো তাহলে আমি নিজে তোমার সাথে তার বিয়ে দিব। আর না পারলে তো বুঝোই...
এদিকে জান্নাত বুয়েটের বড় ভাইদের চোথা পড়ে লেবেল ওয়ান টার্ম ওয়ান এ ভাল রেজাল্ট করে বসল। তাকে পেয়ে বসল টিচার হওয়ার ধান্দা। ফাস্র্ট হওয়া মায়িসার সাথে তার সম্পর্ক হল দহরম মহরম।
প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা মোবাইলে কথা বলতেই হবে।
একদিন রাতে হলে ফিরছি । শুনতে পেলাম বুয়েটে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক মেয়ে নিহত হয়েছে। আমি তো পড়ে গেলাম টেনশনে।
নাহ, হলে এসে জানতে পারলাম সাবিকুন নাহার সনি নামে এক মেয়ে মারা গেছে । জানোয়ারদের ক্রস ফায়ারে পরে মারা গেছে সনি আপু। সনি আপু তো হতে পারত আমার আপন বোন। আমার গুলি করে মারতে ইচ্ছা করছিল সেই জানোয়ারদেরকে।
এদিকে মাইক্রোবায়োলজির কাজল নিয়মিত গল্প করতে আসে জান্নাতের কাছে।
সে জান্নাতকে বিভিন্ন ভাবে বুঝাতে চেষ্টা করছে জান্নাতকে তার ভাল লাগে।
(চলবে...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।