আমি একজন নিরাপদ ব্লগার
জান্নাতের বাবা প্রমোশন পেয়েছেন। মিষ্টি বিতরন করতে হচ্ছে বাসায় বাসায়। তারা আগে যে বাসায় থাকত সে বাসায়ও দিতে হবে মিষ্টি। আগের বাসায় ছোট থেকে বড় হয়েছে জান্নাত। তাই স্বাভাবিক ভাবে ওই বিল্ডিং এ মিষ্টি বিতরনের দায়িত্ব পড়ল জান্নাতের ঘাড়ে।
পাশের বাসার মায়াদের দিয়ে শুরু করল মিষ্টি বিতরন। বিল্ডিং এর সবাইকে মিষ্টি বিতরন শেষে আগের বাসায় যাওয়ার পালা। যে বাসায় ছোট বেলা থেকে বড় হয়েছে তার জন্য মায়াই আলাদা।
কাজল স্বাভাবিকভাবে পড়াশুনা করছিল । কেমেস্ট্রির বিক্রিয়া নিয়ে তার অবস্থা খারাপ।
জৈব যৌগ আসলেই কঠিন জিনিস। সামনে এস এসসি পরীক্ষা ভাল তাকে করতেই হবে। সে নতুন এলাকায় এসেছে । এখনও কারো সাথে পরিচয় হয়নি । তাই বাসায় বসে পড়া আর পড়া
।
হঠাৎ কলিং বেল এর শব্দ। কাজলকেই উঠতে হল। দরজা খুলে দেখে মিষ্টি হাতে দাড়িয়ে আছে এক তন্বী মেয়ে। দেখতে একে বারে হুরের মত। কাজল তো হতবাক ।
এ মেয়ে আসল কোথা থেকে ? আবার মিষ্টি হাতে ।
জান্নাত দরজায় দাড়িয়ে থেকেই বলল - খালাম্মা আছেন।
কাজল - জি আছেন।
তারপর জান্নাতের খালাম্মার কাছে যেয়ে মিষ্টি দেয়া আর খোশ গল্প করা।
এভাবেই কাজল প্রথম দিন থেকেই টার্গেট করে জান্নাতকে।
কাজল গল্পের বই দেয়ার ছলে গল্প করে জান্নাতের সাথে। জান্নাতকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করে তার ভাল লাগার কথা। কিন্তু জান্নাত কোন সাড়া দেয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।