আমাদের কথা খুঁজে নিন

   

রিমান্ডের সিডি, বন্ধ হোক এ অপচর্চা

পরিকল্পিত ভবন নির্মাণ করি, ভূমিকম্পের ক্ষতি থেকে মুক্ত থাকি। ।

বছরের শুরুতে দেশের এক সংকট ময় পরিস্থিতে হঠাৎ করেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ আর অনিয়মের বিরুদ্ধে শুরু হলো বিদ্রোহ। চলমান অনিয়ম আর রীতিগুলো নিয়ম আর নীতির ছাঁকনিতে পরিশুদ্ধ হতে শুরু করল।

সাধারন মানুষের জীবন যাত্রা সহজ হতে শুরু হল। তাই আপাময় মানুষ নতুন সরকারের সংস্কার কর্মসূচীকে সমর্থন জানালো। দুর্নীতিবিরোধী অভিযানে অন্তরীন হলেন অনেক বড় বড় নেতা, আমলা আর ব্যবসায়ীরা। এসব দূর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা, ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে অভিযোগ গঠন হবে, বিচার হবে, শাস্তি হবে এটাই আমাদের কাম্য। কিন্তু বিচারের নামে তাদের রিমান্ডের সিডি প্রকাশ কোন শুভবুদ্ধির পরিচায়ক নয়।

রিমান্ডের স্বীকারোক্তি অনেকক্ষেত্রেই আদালতের কাছে গ্রহনযোগ্য হয়না। সেখানে এটা জনসমুক্ষে প্রকাশ কোন সভ্য সমাজে গ্রহনযোগ্য হতে পারে না। কোন অন্যায় দিয়ে কখনই ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন - এ অপচর্চা বন্ধে এখনই উদ্যোগ নিন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

জাতি এখনও বিশ্বাস করে এ অপচর্চার সাথে আপনাদের কোন সংশ্লিষ্টতা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.