আমাদের কথা খুঁজে নিন

   

মামলা আর রিমান্ডের ভয় দেখিয়ে কয় দিন মনুষের মুখ বন্ধ রাখবেন?

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিজম চলছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সুশীল সমাজের নাগরিকরা। বর্তমান পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর বলে অভিহিত করে বিশিষ্টজনেরা বলেন, এ অবস্থা থেকে গণতন্ত্র ও নাগরিকদের মুক্ত করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বাংলাদেশে আইনের শাসনের বর্তমান অবস্থা শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন। অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন বিচারপতি কাজী এবাদুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও শালিস কেন্দ্রের প্রধান নির্বাহি এডভোকেট সুলতানা কামাল, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আতাউর রহমান, বিশিষ্ট সাংবাদিক আবুল মকসুদ, রুহুল আমিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাইফুল আজম প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রধান তিনটি অঙ্গের মধ্যে নির্বাহি বিভাগ তথা প্রশাসন ও সংসদ অকার্যকর হয়ে পড়েছে।

বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই। সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে র্তণমূল পর্যায় পর্যন্ত কেউ আইনের তোয়াক্কা করছেন না। গণতান্ত্রিক শাসনের নামে স্বৈরতন্ত্র চলছে। প্রতিবাদ না হলে এ স্বৈরতন্ত্র আরো শক্তিশালী হবে। মামলা দিয়ে যাকে তাকে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

সরকার আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে নাগরিকদের রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। সরকারের সমালোচনা করলেই হয় রাষ্ট্রদ্রোহ মামলা না হয় মানহানি মামলা দিয়ে অথবা কোন অভিযোগ ছাড়াই রিমান্ডে নেয়া হচ্ছে। বর্তমানে দেশে বিরাজমান অবস্থা অতীতের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ। মামলা আর রিমান্ডের ভয় দেখিয়ে কয় দিন মনুষের মুখ বন্ধ রাখবেন? সত্য কথকরা কখনও চুপ থাকতে পারে না। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.