সুখীমানুষ
রিমান্ডের আজ ৪ বছর পূর্তি হলো আমার
বউয়ের কাছে এই উপলক্ষে সকাল বেলা দুইটা রিকোয়েস্ট করলাম।
১) প্রায় মাস খানেক পর আমাদের যে বাবুটা আসছে তার সামনে যেন আমাকে ঝারি টারি না দেয়। সন্তানের সামনে বাবার একটা মান সম্মান আছে না? কিন্তু আড়ালে যেন দেয়, বউয়ের ঝারিতে ভাইটামিন আছে না!
২) বাবুটাকেও যেন ঝারিটারি ও ই দেয়। বাবা তো হবে বন্ধু। বন্ধু তো আর ঝারি দিবে না, দিলেও ভয় পাবে না। আবার ঝারি দেওয়ার মত কেউ না কেউ তো থাকা দরকার।
মৃত্যু এসেও ফিরে যাক এই মধুর রিমান্ড থেকে তবু মুক্তি না মিলুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।