ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন। শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি। । মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও। ।
◘ বর্তমান মোবাইল সিম কোম্পানির সস্তা রসিকতা আর অকেজো জ্ঞান মূলক বিজ্ঞাপনগুলো দারুন বিরক্ত লাগছে ।
একমাত্র এদেশটা বাংলাদেশ বলেই এমন অদ্ভুত বিজ্ঞাপন টিভিতে দেখতে পাই।
যুদ্ধের সময় স্মার্ট ফোনের ব্যাবহার আর মোবাইল ফোনে জ্ঞানদান সত্যিই হাস্যকর ।
ঘটনা যদি এমন হত স্বামী সেনাবাহিনীর সৈন্য আর মোবাইলে যে জ্ঞান দান করা যায় সেটা ফ্রি তে দেওয়া যায় তাহলে একটা সামঞ্জস্যতা ছিল ।
আরেকটা বিরক্তকর ব্যাপার হচ্ছে , সব কোম্পানিই বলছে , প্রতি ১০ সেকেন্ডে ১০ থেকে ১২ পয়সায় কথা বলা যায় ।
প্রশ্ন হল - তাহলে ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটের কল রেট কত পড়ে ?
ব্যাপারটা এমন হয়ে গেল যে - যেই লাউ , সেই কদু ।
জাতি হিসাবে আমরাতো এমনিতেই বোকা , আর কতো বোকা হব !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।