আমাদের কথা খুঁজে নিন

   

তাকওয়া বিহীন আত্ন শুদ্ধি সম্ভব নয়। (এক)



বর্তমান পরিস্থিতিতে, আমাদের দেশের রাজনীতিবিধ, আইনশৃঙ্খলা বাহীনি এবং এই ব্লগের অরুচিকর পোষ্ট ও মন্তব্য কারি থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে আত্ন শুদ্ধি করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এবং এই আত্ন শুদ্ধির জন্য অব্শ্যই ইসলামিক জ্ঞান অর্জন করা প্রয়োজন। মানুষ বাহ্যিক বিষয়ে, উন্নয়ন ,সুন্দর,ও রূপ সজ্জা সামগ্রী দ্বারা সজ্জিত ও সৌন্দর্য সাধনে যত্ন বান। তার চেয়েও বেশি যত্ন বান হওয়া উচিৎ অন্তরের সৌন্দর্য সাধনে। মানুষ আভ্যন্তরীঁণ বিষয়ের সজ্জিত করণে ও তার শুদ্ধি এবং সংশোধনে গাফিলতি করা ঠিক নয়।

বাহ্যিক বিষয়কে সুন্দর করার জন্য একটা মানুষকে কত সময়,ক্লান্তি,ও চেষ্টা এবং শক্তি ও মেধা ব্যায় করেন। কিন্তু অন্তরের সংশোধনও আভ্যন্তরীণ বিষয়ের সংশোধনে সম্পর্ন ভাবে গাফিলতি করেন। আমাদের বাহ্যিক বিষয়ের চেয়ে বেশি চেষ্টা করতে হবে, আভ্যন্তরীণ বিষয়ের সংশোধন করার। যারা বাহ্যিক সৌন্দর্য এবং তার শোভা প্রকাশ করা ছাড়া অন্য কোন আগ্রহই দেখায় না। আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন ,"( হে রাসুল!) তুমি যখন তাদের (মুনাফেকদের) দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমর নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর, যেন তারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ্য তারা যে কোন শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে।

তারাই শক্র, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে?"(সুরা মুনাফিকুন ৪) সুতারং আমরা মুসলমানরা এবং সকল মানুষই আভ্যন্তরীণ বিষয়ের সংশোধন ছাড়া তার অন্তর পবিত্রতা ও সুবাসিত হয়না। এবং ঈমানদারদের ঈমান পরিপূর্ণ হয় না। আভ্যন্তরীণ সৌন্দর্য এবং অন্তরের যথার্থতা ও সঠিকতাই হলো মুল বিষয় এবং যার উপর নির্ভর করবে দুনিয়া ও আখেরাতের মুক্তি। আল্লাহ পাক এরশাদ করেন," হে বানী আদম! আমি তোমাদেরকে লজ্জাস্থান আবৃত করার ও বেশভুষার জন্যে তোমাদের পোশাক পরিচ্ছদের উপকরণ অবতীর্ণ করেছি, আল্লাহর ভীতি পরিচ্ছদই সর্বোত্তম পরিচ্ছদ। এটা আল্লাহর নিদর্শন সমুহের অন্যতম নিদর্শন, সম্ভবত মানুষ এটা হতে উপদেশ গ্রহন করবে।

"(সুরা আ,রাফ ২৬) তাকওয়ার পোশাক ও তার সজ্জিতকরণই হলো বাহ্যিক সাজসজ্জা, প্রাচুর্য ও ইত্যাদি থেকে উত্তম। বান্দা তার অন্তরের সংশোধন,সজ্জিত করন, সুবাসিত ও সুগন্ধ যুক্ত করা ছাড়া তার তাকওয়ার পোশাকে সজ্জিত করন সম্ভব নয়। করান তাকওয়ার স্থান হলো অন্তর। এ সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন, " এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ার বহিপ্রকাশ। " (সুরা হাজ্জ ৩২) চলবে.........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.