বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে। তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন।
১।
দেখি যখনই তোমায়
আমার এই চোখের আঙিনায়
ভুলে যাই হৃদয়ের
যত বেদনা আমার
আড়ালে রাখো নিজেকে যখন
পারি না সাজাতে অগোছালো মন
পৃথিবীতে যত সুখ সবটুকু তার
খুঁজে পেয়েছে হৃদয় শুধু যে তোমার ছায়ায়
তোমাকে ছাড়া কাটে না প্রহর
হৃদয়ে বয়ে যায় বিরহের ঝড়
ভুল করে কখনও ভুলো না আমায়
সাথী করেছি তোমায় বেঁধেছি নিরব মায়ায়
(শিল্পীঃকুমার বিশ্বজিত)
২।
আমি তোমার জন্য
বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য
জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি,
আমি তোমার জন্য
আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য
শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য
ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য
আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য
কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য
অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে
আমি তোমার জন্য
পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য
মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য
ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য
চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার ।
(শিল্পীঃকুমার বিশ্বজিত)
৩।
তুমি পাগল বলো আর নিঠুর বলো
সবই তোমার আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
আমি নাকি ছন্নছাড়া বড় অভিমানী
তোমার অভিযোগে হলাম যে আসামী
কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার
একজনইতো আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
তোমারি আঘাত পেলে
এ হৃদয় বেঁকে চলে
তোমার অবিচারে
এ জীবন ভাঙে গড়ে
ভালোবাসা আমরা এমন গভীর বলেই
তাইতো এমন আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি।
(শিল্পীঃকুমার বিশ্বজিত)
৪।
তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ওহ… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া (?)
তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা ।
(শিল্পীঃকুমার বিশ্বজিত)
৫।
তুমি আমি কাছাকাছি আছি বলেই,
এ জীবন হয়েছে মধুময়…
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়..
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
(শিল্পীঃ শহীদ, শুভমিতা ব্যাণার্জী)
আমার প্রিয় কিছু গান বিশেষ দিনে আমার দূরে থাকা ভালবাসার প্রিয় মানুষটির জন্য। দূরে থাকলেও মানের দূরত্ব বেশী নয়।
পৃথিবী সত্যিই খুব সুন্দর হয়ে যায় যখন মনে হয় তুমি আছো পাশে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।