আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

হিমালয়ে চীনের সাথে সিমান্তে বিএসএফের জোয়ানরা চৈনিক ড্রোন বিমানের আতঙ্কে প্রায়শই তটস্থ হয় । সাহস করে নিজেদের ড্রোন গুলোকে ওড়াতেও পারে না, পাছে চীনারা হ্মেপে গিয়ে ড্রোন দিয়ে সিমান্তের আকাশ ঢেকে দেয় ? কিছুদিন আগে এই সীমান্তেই রাতের আকাশে মঙ্গল গ্রহকে দেখে বিএসএফ ভেবে ছিলো চীনা সার্ভেল্যান্স এয়ারক্র্যাফ্ট । পড়িমড়ি করতে করতে ওপর মহলে খবর দেয় । এক্সপার্ট টিম এসে নিজেদের সীমান্ত রহ্মীদের বুদ্ধির বাহার দেখে তবদা ! কিন্তু ড্রোন গুলাকে ওড়ানো যায় কোথায় ? বন্ধুরাষ্ট্র বাংলাদেশ আছে না! বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইতঃমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হিসেবে প্রতিষ্ঠা করা গেছে, ড্রোন গুলার টার্গেট প্র্যাকটিসও এখানেই করা যাক ! বিএসএ্ফ কর্তার শিশুপুত্র সীমান্তে বাবার কাছে গেছে দেখা করতে । বাবা অফিসে বসিয়ে গেলো নিচে , ফিরে এসে দেখে ছেলে কম্পিউটারে কিছু করছে ।

- বাবা তোমার এই কম্পিউটার গেমটা তো দারুন । - বেটা ওটা কম্পিউটার গেম না, ড্রোন বিমান 'লহ্ম্য' এর অপারেটিং প্যানেল আর তুমি যাদের গুলি করলে তারা সত্যিকারের বাংলাদেশী কৃষক । কিন্তু ঠিক , এটা দারুন । এটা আমারও প্রিয় খেলা । পৃথিবী গ্রহটাতে অনেক কিছু আছে এখন , শুধু মানবতাটাই চলে গেছে ডিকশনারীতে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।