এই দুনিয়ায় কেউ কারো নয়
পরীক্ষায় নকল ঠেকাতে কত না হ্যাপা সামলাতে হতো! বাংলাদেশেই তো খোদ শিক্ষামন্ত্রীদের বিস্তর দৌড়ঝাঁপ করতে হয়েছে টুকলিবাজদের নিরস্ত করতে। তেমন দৌড়ঝাঁপের দিন বুঝি শেষ হয়ে এল । অক্টোকপ্টার নামের এক খুদে ড্রোনই টুকলিবাজদের ঘুম হারাম করতে যথেষ্ট । সম্প্রতি বেলজিয়ামের মিশিলেন শহরের থমাস মোর স্কুলে পরীক্ষাও হয়ে গেছে এক দফা। পরীক্ষার ওপর পরীক্ষা বললে আরও জুতসই হয় ব্যাপারটা।
স্কুলটিতে পরীক্ষা নেওয়ার সময় অক্টোকপ্টার ছেড়ে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের মাথার ওপর। ওই ড্রোনে যুক্ত করা ছিল বিশেষ ভিডিও ক্যামেরা। পরীক্ষার পুরোটা সময় রীতিমতো শিক্ষার্থীদের ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাসই ছেড়েছে উড়ালযানটি। সঙ্গে ছিল কড়া নজরদারি। অন্যদিকে পরীক্ষার হলে পরীক্ষানিয়ন্ত্রকও ছিলেন মোটে অল্প কয়েকজন।
এত কিছু দেখার পর অক্টোকপারসের উদ্ভাবক ও শিক্ষকেরা বেজায় সন্তুষ্ট। তাঁদের আশা, টুকলিবাজদের দিন শেষ হয়ে যাবে অচিরেই।
পাঁচ বছরের মধ্যে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজনে পাওয়া যাবে পাহারাদার ড্রোন অক্টোকপ্টার। সুতরাং, নকল হইতে সাবধান!
সুত্রঃ প্রতম আলু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।