স্বপ্ন দেখে সময় পার করিনা, সামনে এগিয়ে যেতে চাই তাই কাজ করে সময় পার করি।
আমি ড্রোন গবেষক নই তবে এরিয়াল ফটোগ্রামেট্রি নিয়ে পড়তে ও কাজ করতে গিয়ে এ ব্যাপারে কিছু বাস্তব ও সম্মুখ ধারনা পেয়েছি। ড্রোন শব্দের আসল মানে এমন কিছু যা খুব কম বা প্রায় না শোনার মত আওয়াজ করে যাকে বলা যায় লো হামিং সাউন্ড। আর আমরা সাধারনত আনমেনড এরিয়ার ভেহিকল বা আনমেনড কমব্যাট এরিয়ার ভেহিকলকে ড্রোন বলি। ইউ.এ.ভি যে কোন কাজেই ব্যবহার করা যায় তা সে ছবি তুলতে, আবহাওয়া পরিমাপে বা কোন কিছু বহন করতে......যে কাজেই হোক।
আর ইউ.কে.এ.ভিকে যুদ্ধ ক্ষেত্রে নানা কাজে ব্যবহার করা হয়। এখন দুটোকেই আমরা ড্রোন বলতে পারি। কিন্তু কাজ যে সবার এক হবে তা কিন্তু নয়। জাতে সবাই ড্রোন। থিওরী বা কোন ল না কপচিয়ে সোজা ভাষায় সাধারনের জন্য এটাই ড্রোনের বেসিক।
কয়েকদিন আগে ব্লগে দেখলাম শাবির ড্রোন বানাবার ঘোষনা নিয়ে নানা লেখা। আজ ফেসবুকে দেখলাম কুয়েটের ছাত্র দীপের তৈরি করা পণ্য পরিবহনে সক্ষম ড্রোনের সাফল্য। তাছাড়া একজন ব্লগারের কমেন্টে জানলাম ১০ বছর আগে সাফল্য পাওয়া একজন বুয়েটিয়ানের কথাও। যাই হোক না কোন, ভালো কিছুই হচ্ছে বা হবে। শাবি ঘোষনা দিয়েছে কিছু করার, করুকনা।
এখন না হয় তাদের সাহস যোগাই। ফলাফল কি হবে তা না দেখে কেন আমরা আমাদের দেশের কাজগুলোকে বাঁকা চোখে দেখি?
আজ দীপের যে সাফল্য এসেছে তা কিন্তু কিছুদিন আগেই এমাজন.কম পরীক্ষামূলক ভাবে শুরু করেছে স্বল্প দূরত্বে পণ্য পরিবহন করতে। হয়তবা দীপের পথ ধরে আমরাও এগিয়ে যাব সেদিকে। কিংবা ১০ বছর আগে সাফল্য পাওয়া সেই বুয়েটিয়ান যিনি গত বছর থেকে নাকি বাংলাদেশ বিমান বাহিনীর সাথে কাজ করছেন (সূত্র: ব্লগার রেনেরর সাম্রতিক ড্রোন বিষয়ক লেখায় মেহেদী হাসানের কমেন্ট) তিনিই হয়ত তৈরি করবেন বাংলাদেশী কমব্যাট ড্রোন। তেমনি ভাবে হয়ত শাবিও পাবে এমন সাফল্য।
সাফল্য যার ই হোক বা চেষ্টা যেই করুক সবাই বাংলাদেশী। সবার প্রতি আমার শুভকামনা।
আমার কাছে বাংলাদেশের যে কারও যে কোন সাফল্য বা ভালো কিছু করার চেষ্টা অনেক বড় কিছু। তাই আমি মনে করি শাবির ড্রোন তৈরির ঘোষনার প্রতি আমদের শুভকামনা জানানোই কাম্য।
ব্যাক্তিগত পছন্দ-অপছন্দ দূরে থাক।
আমরা-আমরাইতো তাইনা? যদি শাবির ড্রোন থিওরীর দিক দিয়ে অপরিপক্ক হয়ও তাতে কি আসে যায়? পরিপক্কতা আপেক্ষিক...হয়ত শাবি, দীপ বা বুয়েটিয়ান সেই ভাই ই ড্রোনের দুনিয়ায় নতুন কিছু আনতে চলেছে!!!
দেশটা আমাদের তাই একের চেষ্টা আমাদের সবার চেষ্টা, একের সাফল্য আমাদের সবার সাফল্য। চলুন শাবি, দীপ এবং বুয়েটিয়ান সেই ভাইকে শুভকামনা জানাই তাদের চেষ্টার জন্য, বাহবা দেই তাদের সাফল্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।