ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।
প্রথম লেখক হিসেবে বেছে নিলাম দোস্ত সাদিক মোহাম্মদ আলমকে। সাদিকের লেখা দেখলেই আপনার মাথায় কোন বিষয়টি আসে? না পড়েই আপনার কি মন হয় লেখাটির ব্যাপারে? পড়ার পর কি মনে হয়? ১ থেকে ১০০ র স্কেলে তাকে গড়ে কত দেবেন? সাদিকের লেখা কতটা টানে আপনাকে? ওর লেখা দেখলেন অথচ পড়লেন না এরকম কি হয়েছে কখনও?
তো শুরু করা যাক...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।