আমাদের কথা খুঁজে নিন

   

সাদিকের ফতোয়া.. আজ নাকি আনঅফিসিয়াল রম্য দিবস!

বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..

(শালা খাসির পরান যায় টার বাবুরা খেয়ে বলেন, পাক ভালো হয়নি) বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে সাধনার মোড়ে দিনে দুপুরে গুলিতে মারা গিয়েছিলেন আওয়ামীলীগ নেতা কালিদাস বড়াল। যথারীতি পুলিশের নিস্ফল হম্বিতম্বি কিছুক্ষণ চলার পর গ্রেফতার হলো ঘটনা স্থলে উপস্থিত মুচি। তিন মাসের ডিটেনশন হয়ে গেল তার। আত্মীয় স্বজন বলতে মুচির একমাত্র বড়ভাই। সে নিজেও মুচি।

নিজের আট সদস্যের পরিবারের সাথে তার ঘাড়ে পড়লো ছোট ভাইয়ের ছয় সদস্যের পরিবার। বেশ কিছুদিন আন্দাজে জেলগেটে ঘোরাঘুরি করার পর বড়ভাইয়ের মনে হলো তিনি এই অবিচারের প্রতিকার চাইতে ডিসি সাহেবের কাছে যাবেন। গেলেনও এবং বিস্ময়করভাবে ডিসি সাহেবের দেখাও পেয়ে গেলেন। ডিসি সাহেব যথেষ্ট মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। পরে তিনি বললেন, যেহেতুএটা আইনী ব্যাপার এখানে প্রশাসনের কিছু করার নেই।

তিনি সান্তনা হিসেবে মুচি পরিবারকে 10 কেজি চাল বরাদ্দ দিলেন। ঐ বরাদ্দ চাল প্রত্যাখান করে মুচির বড়ভাই একটি উক্তি করেছিলেন। যা পরবর্তীতে বিখ্যাত হয়ে যায়। ছালা খাছির পলান যায় আর বাবুরা খেয়ে বলেন , পাক ভালো হয়নি। এ লেখাটিতে আরো অনেক অনেক কথা রয়েছে।

যা বলার দরকার নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.