আমাদের কথা খুঁজে নিন

   

সাদিকের কবিতা অনুবাদ পর্বঃ মোষ্ট ক্রিয়েটিভ এন্ড সেনসেশনাল এ্যাপ্রোচ

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

এই ব্ল্লগের কারো কারো মাথা থেকে যেসব চমৎকার আইডিয়া বের হয়, তা আমাকে ভীষণ মুগ্ধ করে। এই মুগ্ধতার তালিকায় খুব জোড়ালো আসন জুড়ে আছেন কৌশিক, যার 'আগুনের পরশমণি' সাক্ষাৎকার পর্ব, আমি মনে করি, নতুন ডাইমেনশন এনেছে, সামহয়্যার ব্লগ রাজ্যে। তবে অতি সমপ্রতি সাদিক মোহাম্মদ আলম যে কবিতার অনুবাদ-এর আসরটি বসালেন, তাকে আমি আখ্যা দিতে চাই Most Creative and Sensational Approach in Somewhereinblog- শিরোণামে। সাদিক প্রমাণ করে দিয়েছেন, অকারণ, অপ্রয়োজনীয় কথার আড্ডায় সময় বেশী না দিয়ে আমরা অনুবাদের মতো হলেও সুন্দর শিক্ষণীয় কিছু কাজে ব্যয় করতে পারি, আমাদের মূল্যবান যতো সময়।... প্রথমদিন অনুবাদের আসর মিস করেছি... (কিছু অভিমান আছে জমা/ গোপনে, গহীনে / হায়, এমন আসরে ডাকে না কেউ/ সুনীল-সমুদ্রকে একবার....)। কিন্তু দ্বিতীয়দিন খুব কষ্ট করে বের করে নিলাম সময়। আসলে আমার সময় এতো কম যে, আগুনের পরশমনিসহ বিভিন্ন আলোচনা-আড্ডায় সঠিকসময়ে অংশগ্রহণ করতে না পারার যন্ত্রনা প্রতিনিয়তই আমাকে ভীষণভাবে বিব্রত, দগ্ধ করে।.... সাদিক এবার দিয়েছিলেন জেন ভাবধারার কবিতা।-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.