আমাদের কথা খুঁজে নিন

   

গুহা মানবের হায়ারোগ্লিফিক্স ২ (সকালের গান)

timursblog@yahoo.com

সন্ত্রস্ত, বিনিদ্র রাত শেষে বেরিয়ে আসি গুহার চাতালে, পুবের দিগন্তে তখন সারসের গোলাপী কুসুমের মত সুর্য পিছলে উঠছে । রক্তাভ মেঘের দিকে তাকিয়ে ভাবি এই সকালে তো আমাদের একজন নেই । কালও সে ছিল, আজ কেবল রেখে গেছে স্মৃতি আর কালচে রক্তের দাগ । শ্বাপদ এসেছিল আমাদের ডেরায় কাল রাতে, আমাদের নিক্ষিপ্ত অক্ষম মুষল, অঙ্গার, মশাল আর অভিশাপ উপেক্ষা করে নিয়ে গেছে আমাদের সাথীকে । হতে পারে, খুব সম্ভব একদিন আমিও যাবো সময়ের আগেই, জরা আর ক্ষয়ের ফাঁদে বাঁধা পড়ার আগেই, প্রকান্ড দাঁতালো মার্জারের নির্দয় কামড়ে । রেখে যাবো কিছু স্মৃতি আর আশ্রয়ের প্রবেশপথে এইরকম লালাভ কালচে দাগ **** তবুও আমার কেন যেন মনে হয় নিয়তি, সুর্যের কক্ষপথের অবধারিত নয়! হতে পারে দিনের ছায়ার মত, ভেসের যাওয়া মেঘের মত নিয়তি গতিপথ বদলায় । হতে পারে, আমাদের বাহুর পেশল কাঠিন্য আর পাথরের কুঠারের আঘাতকে (শ্বাপদ তো কোন ছার) এমন কী ভবিতব্যও ভয় পায়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।