আমাদের কথা খুঁজে নিন

   

লেভেল প্লেয়িং ফিল্ড

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের নতুন একটি ধারণা বা বাগবিধি দিয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড। প্রধান উপদেষ্টার প্রথম বক্তৃতায় এই ধারণাটির কথা বলেছিলেন তিনি। তারপর দিন থেকে এই বিষয়টি চাউর হয়ে যায়। উপদেষ্টাদের মধ্যে ইফতেখার আহমেদ চৌধুরী প্রধান উপদেষ্টার কথার প্রতিধ্বনী করে বারবার এই কথাটি উচ্চারণ করেছেন।

বড় মধুর এক শব্দ লেভেল প্লেয়িং ফিল্ড। সবশেষ সার্ক সম্মেলনেও এই কথাটা বলেছেন তারা। দেশ তো বটেই সার্কেও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চান তারা। কী এই মহার্ঘ্য বস্তু যার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে? এটা এমন এক বস্তু যা তৈরির জন্য হাসিনা ও খালেদাকে বিদেশে পাঠতে হবে। এটা তৈরির জন্য বড় বড় দুর্নীতিবাজদের ছোট ছোট অপরাধে কোনো মামলা ছাড়াই দীর্ঘদিন কয়েদ করে রাখতে হবে।

এটা করার জন্য সমানে শিল্প কারখানা লে অফ বা বন্ধ ঘোষণা করতে হবে। কিছু বিক্রি করে দিতে হবে। বিমান থেকে ব্যাংক সব বিক্রি করে দিতে হবে। এনজিও ওয়ালাদের সমাজের সর্বাগ্রে স্থাপন করতে হবে। উদাহরণ : বস্তি উচ্ছেদ করতে যে সরকারের কোনো মিটিং ছাড়া দুতিনদিনের বেশি সময় লাগে না সে সরকার রাঙ্গস ভবন ভাঙতে ভাঙতে হয়তো পুরো মেয়াদ লাগিয়ে ফেলবে।

এই আমাদের সাধের লেভেল প্লেয়িং ফিল্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.