আমাদের কথা খুঁজে নিন

   

খেলনা গাড়ি

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

ও গো মায়া, ও গো বাতাসিয়া। এ নেহাৎ বিদ্যা বালান সঈফ খানের গপ্পো নয়, আরো রমনীয় কিছু। বাতাসিয়া লুপে যতবার যাই, ফুল ফুটে থাকে চারিধারে। আর বিদ্যমান স্ট্যাচু।

এই ছুঁয়ে গেল মেঘ, আর তোমার কথা ভাবব না। চুপি চুপি থেমে যায় ট্রেন, মন আমার নেহাতই খেলনা গাড়ি, ঐ দূর দার্জিলিঙ, শ্যাওলা মেঘগুলো এখন পাহাড়, তুমি ট্রেন ঘুরে ঘুরে ওঠ। এখানে বাতাস হাড়ের ভিতরে থাকে, ঐ দ্যাখো নারমাফার গাছ মেঘ, ট্রেনের শব্দে হাড় ভেঙ্গে চুরচুর। গান শুনতে কি চাও? ফিরে পেতে কি চাও সেই গানওয়ালাটাকে। ঐ ঝিকি ঝিকি চলে যাচ্ছে খেলনা গাড়ি, তোমার মন এখন , আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি।

গায়ে গাঢ় রঙের ওভারকোট, সে ছুটছে, ট্রন লাইন বরাবর। এইভাবে সে পেরিয়ে যাবে পাহাড়, দেশের সিমানা , এমনটাই মনে হয়, আমি পারলাম না। আমি দাঁড়িয়ে থাকি, খেলনা গাড়ি চলে যায় সিটি বাজিয়ে। চলে গেলে বুঝি আমি এখনও দাঁড়িয়ে বাতাসিয়া লুপে, নড়িনি এক পাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।