আমাদের কথা খুঁজে নিন

   

জিপিএ ৪.০.২



পরদিন গিয়ে ছোকরারে ধরলাম। কারণ আগের দিন কথা বলার সময় মনে হচ্ছিল, সাধারণভাবে চেহারা নিস্পৃহ রাখলেও শিক্ষিত ভবিষ্যতের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কষ্টটা লুকাতে পারছিল না। তাই ভাবলাম একটা চান্স নিয়ে দেখি। তাই অনেক লম্বা সময় নিয়ে প্রথমে ঝাড়ি দিলাম, আগে স্কুল জীবনে ফাঁকিবাজি করার জন্যই তোর বাড়িল লোকজন তোর ওপর হতাশ, একবার না করেছে তো কি হয়েছে ফাইট না দিয়ে কেমনে ছেড়ে দিলি, তারপর আট দশটা এক্সাম্পল খ্যাত বিখ্যাত মানুষদের যারা ফাইট করে পড়াশোনা করেছেন। বকাঝকা শেষ করে বললাম, বল দেখি, এখন যদি তোরে পড়ার আরেকটা চান্স দেয়া হয় তাহলে কি করবি? চোখের মণিতে আশার আলোর ঝিলিক দেখেই আমি আমার জবাব পেয়ে গেছিলাম।

তবে মিনমিন করে বলল যে, সে একটা চেষ্টা করে দেখতে পারে, কিন্তু বাসার সবার কে কি বলবে, এই সেই। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি সেটা, পরে বলে, পড়তে তো অনেক খরচ, সেই জন্যই ছাড়তে হয়েছে, বললাম তুই ঠিক আছিস কিনা বল। বলে ঠিক আছি। পরে গেলাম তার যে বড়ভাই দেশে থাকে তার কাছে। তারে গিয়ে এক দুই দফা ঝাড়ি দিয়ে বললাম, কোন দুঃখে নিজের ছোটভাইয়ের পড়া বন্ধ করেন? উনিও মিনমিন করে বলে, অয় পড়লে তো আপত্তি নাই, তবে পড়ার খরচা তো বিদেশ থেকে আসে আর সে বন্ধ করে দিলে আমাগোর কিছু করারা নাই।

আর ইস্কুলে যেই বান্দরামী করসে, এরে দিয়া পড়াশোনা হইব না। তারেও আরেকপ্রস্থ ঝাড়ি দেয়া হল। পড়াশোনা করার ফযীলত সম্পর্কিত আরেক প্রস্থ লেকচার দিয়ে চলে আসলাম। আমি মনে মনে হিসাব করেছিলাম যে, ফার্স্ট ইয়ারে উঠে ছেলে কিছুদিন পড়েই ৭-৮ মাসের গ্যাপ দিয়েছে। এখন একাডেমিক আইন প্লাস পড়াশোনা দুইটা দিক থেকেই মুশকিল।

গ্রামের কলেজ যেহেতু, স্যারদের একটু ঠিকঠাক মতন পায়ে ধরলে উনারা ভর্তি করে নেবেন। আর যেহেতু কমার্সে পড়ে, সাইন্সের মত পড়াশোনার ভয়াবহ চাপ নাই। বাংলা ইংরেজী সহ তিন চারটা সহজ সাব্জেক্টে পাশ করলেই সেকেন্ড ইয়ারে উঠে যাবে। পরে এক বছর ঠিকমতন পড়াশোনা করলে মোটামোটি উতরে যাবে। কমপক্ষে ইন্টারমিডিয়েট পাশ করলে জীবনের জন্য একটা ফাউন্ডেশন হবে বলে আশা করি।

সেদিনই চলে আসতে হল ঢাকায় একটা দরকারী কাজে। আসার আগে ছোকরারে বলে আসলাম তোরে দুইটা কাজ করতে হবে। স্যারদের পা টা ধরে রাজী করাতে হবে যেন তোরে ভর্তি করে, আর খুব খিয়াল কইরা চিন্তা ভাবনা করে আমারে বলবি তোর এক ইন্টার পরীক্ষা পর্যন্ত কত খরচ লাগবে পড়াশোনা বাবদ। পিছে জিপিএ ৪.০.১ আছে আর সামনে জিপিএ ৪.০.৩ এ শেষ হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।