বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
বাংলাদেশের জেলখানাগুলোতে বিনোদনের ব্যবস্থা কেমন এ ব্যাপারে হঠাৎ খুব চিন্তা ভাবনা করতে মন চাইল। এক সময় দেশের চোর ছ্যাচ্চোররা জেলখানায় গিয়ে ঠাঁই নিত বলে তেমন একটা ভাবতে হতো না। এখন আমাদের সমাজের নামী দামী গুণীজনরা জেলখানায় ঠাঁই নিয়েছেন বলে খুব ভাবতে হচ্ছে। আমার আগের জনমে কারা সংস্কার কার্যক্রম নিয়ে বেশ কিছু গবেষণায় জড়িত ছিলাম। এখন আমি এসব কাজে আর নেই।
তাই বলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবার যে খুব প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।
ধরুন জেল খানায় বিনোদন না থাকলে কারাবন্দীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। ডিপ্রেশনে ভুগবে। বিদেশে তো জেলখানা থেকে বই পএ লিখে, চিএকর্ম করে, হাতের কাজ করে অনেক বন্দী বেশ নাম কুঁড়িয়েছেন । আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাই জেলখানায় আপাতত বন্দী নামীগুণীদের বাংলা ব্লগিং করার সুবিধা দেওয়া হোক।
ধরুন জেলখানায় নামী গুণীরা এখন কি ভাবছেন তা আমরা জানতে পারব। অন্যরাও শিক্ষা নিতে পারবে!!! জেলখানায় বসে অনেক নামী দামী মানুষরা হয়তো ভাবছেন, স্যাটেলাইট চ্যানেলগুলোর টেরেস্টিয়াল সুবিধা দিলে এখন আর বিটিভি'র বস্তাপচা অনুষ্ঠানগুলো জেলে বসে তাদের দেখতে হতো না। এতোবড়ো একটা ভুলের জন্য দেওয়ালে মাথা ঠুকে কেঁদেও কোন কাজ হচ্ছে না। কি যে করা?
ধরুন এমন যদি হয়, জেল খানা থেকে বের হয়ে তাহের ভাইয়ের দাওয়াতী কাজের বদৌলতে নাসিম ভাই জামাত শিবিরে জয়েন করেন। অথবা হুদা ভাই তার লাইফ পার্টনারকে বাদ দিয়ে ভিন্ন রকম লাইফ স্টাইলের প্রতি ঝুঁকে পড়েন- তা হলে কি হবে? সৎসংগে সর্বনাশ হলেও হতে পারে!!! না, এর চেয়ে বেশী কিছু ভাবতে পারছি না!!! ভানুর মতো বলতে মন চায়, কিছুই তো কওন যায় না.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।