আমাদের কথা খুঁজে নিন

   

জেলখানায় যে শিক্ষা পেয়েছি তা ভবিষ্যতে কাজে লাগবে : রনি

জামিন লাভের পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি।   আজ সোমবার কাশিমপুর কারাগার থেকে সকাল ১১ টায়  মুক্তি পান তরুণ এই সংসদ সদস্য। কারাফটকে এসময় তার স্ত্রী কামরুন নাহার রনি, ছোট ভাই গোলাম কবিরসহ নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। কারাফটকে রনি বলেন, আমার নামে তিনটি মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন।

আমার আদালতের প্রতি আস্থা রয়েছে। একারণে আমি বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য করব না। তবে আমি জেলখানায় যে শিক্ষা পেয়েছি তা ভবিষ্যতে আমার কর্মকান্ডে কাজে লাগবে।

হাকিম ও জজ আদালতে ব্যর্থ হওয়ার পর হাই কোর্ট থেকে সাংবাদিক পেটানোনহ তিনটি মামলায় গত মঙ্গলবার অন্তবর্তীকালীন জামিন পান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার পোস্ট অফিসের মাধ্যমে কোর্টের আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

আজ সকালে কারা কর্তৃপক্ষের কাছে জামিনের সব কাগজপত্র পৌঁছলে রনির মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.