আমাদের কথা খুঁজে নিন

   

বোকা মানুষ গুলো কে আছাড় খেতে দেখে খুব হাসি পেল

ঘুমিয়ে পড়ার আগে......

হয়ত রাস্তায় চারিদিকে কাদা,হাটার জন্য শুকনা কোন জায়গা নাই। কাদা দিয়ে হাটাতে গিয়া আছাড় খাইলাম অথবা চেয়ারে বসাতসি পিছন থেইকা কেউ চেয়ার টান দিল পইরা গেলাম সবাই হো হো কইরা হাইসা উঠল, তখন মনটা এত খারাপ হইয়া যায়...আরে পইরা গিয়া ব্যাথা পাইলাম নাকি ,হাত-ঠ্যাং ভাঙ্গলাম তা না দেইখা হো হো কইরা হাইসা উঠলি। কিন্তু কথা হইতাসে আমার সামনেও কেউ পইরা গেলে আমিও হাইসা উঠি। (এই ঘটনা গুলো অনিচ্ছা কৃত ভাবে আছাড় বা পরে যাওয়ার ঘটানা) অনেক দিন ধরে দেখতাসিলাম কিছু মানুষ শুকনা জায়গা দিয়ে হাটা র সুযোগ থাকা সত্ত্বেও , কাদার মইধ্যে দিয়া গর্ব কইরা হাটতাসে। আছাড় যে খাইব হে ডর ভয় নাই।

আমি তো চালাক মানুষ তাই শুকনা জায়গায় দাড়াইয়া দাড়াইয়া তাদের দেখতাসিলাম। শেষ পর্যন্ত যা হইবার তাই হইল বোকা মানুষ গুলো এক জনের পর একজন আছাড় খাইয়া পরতে লাগল আর আমি দাতা বাহির কইরা হাসতে লাগলাম। কাথা হইল যে বোকামি করসে শুকনার মইধ্যে হাটার সুযোগ থাকা সত্ত্বেও কাদার মইধ্যে দিয়া হাটসে ....সে আছাড় খাইবার দরকার ছিল তাই খাইসে। ভালই হইসে.......কিন্তু আমি চালাক মানুষ টা যে তা দেইখা হাইসা উঠসি তা কোন মতেই মানতে পারতাসি না। সুযোগ পাইলে যে আমি ও শুকনা জায়গা ফেইলা কাদার মইধ্যে দিয়া হাটাতাম না তা কেমনে বলি।

হয়ত তখন আমার আছাড় খাওয়া দেইখা আরেক জন হাসত। আমি কি আসলেই চালাক মানুষ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.