আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতি:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

পৃথিবীতে খ্যাতি কে না চায়? সবাই চায় খ্যাতির শীর্ষে অবস্থান করতে। মানুষ মাথায় তুলে নাচবে, সমীহ করবে, দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধ হয়ে অপেক্ষমান হয়ে থাকবে। কি এক অদ্ভুত অনুভূতি!!! খ্যাতির শীর্ষে বসে থাকা একজন মানুষ কি সত্যি সুখী? কে জানে? খ্যাতির বিড়ম্বনাও আছে। খ্যাতিমানরা তার ভুক্তভোগী। তারপরেও খ্যাতি চাই।

খ্যাতির সাথে আসে প্রতিপওি। আসে দোর্দন্ড ক্ষমতা। খ্যাতিমানরা অমর। মৃতু্য এদেরকে কেড়ে নিতে পারে না। বেঁচে থাকে মানুষের হূদয়ে, আসন কেড়ে নেয় মানুষের অপত্য ভালবাসার পুজা মন্ডপে।

তাই, খ্যাতি চাই। খ্যাতি চাই। খ্যাতির বন্দনা করতে চাই। আমার এক স্কুল শিক্ষক খুব খ্যাতির বন্দনা করতেন। সবসময় বলতেন, "আমি চাই তোমরা সবাই বিখ্যাত হও।

সবার শীর্ষে থাকবে। ভাল হলেও শীর্ষে আর খারাপ হলেও শীর্ষে। সবাই যাতে একনামে চেনে। মাঝারি কোন অবস্থানে থাকবে না"। এ এক অদ্ভূত দর্শন! খুব ভাবতাম স্যারের কথায়।

না, আমি নিজে কোন খ্যাতিমান মানুষ নই। খ্যাতির কাঙ্গাল নই। তাড়নাও নেই। এ নিয়ে ভাবনাটা খুব সাদামাটা। আমি নিজে খুব মাটি ও মানুষের কাছাকাছি থাকতে চাই।

খ্যাতি নিয়ে ব্লগে আগেও একবার লিখেছিলাম [link|http://www.somewhereinblog.net/Adda/post/2685| GgbUv hw` n

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.