আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ সাব-ইন্সপেক্টর (পুরুষ/মহিলা) পদে নিয়োগ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট এসআই (পুরুষ/মহিলা) পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের নিজ নিজ রেঞ্জ/বিভাগের নির্ধারিত স্থান, সময় ও তারিখে উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রার্থীর যোগ্যতা: 1) 01-01-2007 তারিখে বয়স: ক) সাধারণ কোটা ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে-19-27 বছর। খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সনত্দানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে-19-32 বছর।

2) শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে নূ্যনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 3) জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 4) শারীরিক যোগ্যতা: পুরুষ: উচ্চতা কমপক্ষে 5 ফুট-4 ইঞ্চি বা 1.6256 মিটার। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি বা 0.7620 মিটার এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি বা 0.8128 মিটার হতে হবে। মহিলা: উচ্চতা কমপক্ষে 5 ফুট-2 ইঞ্চি বা 1.58 মিটার।

5) ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত ওজন হতে হবে। 6) বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিসকাল শেষ না হওয়া পর্যনত্দ অবিবাহিত থাকতে হবে। 7) কোটা নির্ধারণ পদ্ধতি: সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং সম/বিধি-1/এস-2/90-47(150) তারিখ 21/03/93 মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। 8) শারীরিক মাপ ও পরীক্ষার তারিখ ও স্থান: ক) ঢাকা রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: এপিবিএন পুলিশ লাইন্স, উত্তরা, ঢাকা খ) চট্টগ্রাম রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: সিএমপি পুলিশ লাইন্স, চট্টগ্রাম গ) রাজশাহী রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: রাজশাহী জেলা পুলিশ লাইন্স, রাজশাহী ঘ) খুলনা রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: খুলনা জেলা পুলিশ লাইন্স, খুলনা ঙ) বরিশাল রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: বরিশাল জেলা পুলিশ লাইন্স, বরিশাল চ) সিলেট রেঞ্জ/বিভাগ, শারীরিক মাপ ও পরীক্ষার স্থান: সিলেট পুলিশ লাইন্স, সিলেট। তারিখ: 5 মার্চ 07।

সময়: 9.00 ঘটিকায়। 9) শারীরিক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীদেরকে ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/সাময়িক সনদপত্র/মূল প্রশংসাপত্র খ) নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের (প্রযোজ্য ক্ষেত্রে) নিকট হতে স্থায়ী বাসিন্দা/নাগরিকত্বের সনদপত্র গ) সদ্যতোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। ঘ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সনত্দানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে উলি্লখিত সনদপত্র ছাড়াও পিতার অনুকূলে প্রদত্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়য়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রীর যথাক্রমে স্বাক্ষর ও প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র অথবা মূল সনদপত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদপত্র ও ঙ) গঝ ঙভভরপব, ওহঃবৎহবঃ, ঃৎড়ঁনষব ঝযড়ড়ঃরহম এর উপর নূ্যনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। 10) শারীরিক পরীক্ষা ও শারীরিক মাপে উত্তীর্ণ প্রার্থীগদের সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির নিকট হতে ঐদিনই 3 টাকা নগদ মূল্য প্রদান করে আবেদনপত্রের ফরম ক্রয় করতে হবে। 11) আবেদন ফরম সাঠিকভাবে পূরণ করে 15 মার্চ 07 তারিখের মধ্যে নিজ নিজ রেঞ্জ ডিআইজি বাংলাদেশ পুলিশের কার্যালয়ে জমা দিতে হবে।

উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ডাকযোগে প্রেরিত আবদেনপত্র নির্ধারিত তারিখের মধ্যে না পেঁৗছলে লিখিত পরীক্ষায় অংশগ্রণের কোনো সুযোগ থাকবে না। আবেদনপত্রের সঙ্গে নিম্ন বর্ণিত কাগজপত্র অবশ্যই সংযোজন করতে হবে। ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র গ) ইউপি চেয়াম্যান/পৌরসভার চেয়াম্যান/ওয়ার্ড কমিশনার (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার নাগরিকত্বের সদন। ঘ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয় চারিত্রিক সনদপত্র।

ঙ) প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। চ) আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর অনুকূলে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে 20 টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। 12) সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে তাদের স্ব স্ব বিভাগীয় প্রধানদের মাধ্যমে আবেদন করতে হবে। 13) ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে 14) সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজিগণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইসু ও উহা যথাসময়ে প্রার্থীর নিকট প্রেরণের ব্যবস্থা করবেন। মনসত্দত্ত্ব, লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

15) শারীরিক পরীক্ষায় ও শারীরিক মাপে উত্তীর্ণ প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক) মনসত্দত্ত্ব (এমসিকিউ), 24/03/07 সকাল 10 ঘটিকা হতে 10.30 ঘটিকা খ) ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, 06/04/07 সকাল 10 ঘটিকা হতে 13.30 ঘটিকা গ) সাধারণ জ্ঞান ও পাটিগণিত 07/04/07 সকাল 10 ঘটিকা হতে 13.30 ঘটিকা। 16) মনসত্দত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সাধারণ জ্ঞান ও পাটিগণিত এবং ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রেঞ্জ ডিআইজিগণ পরীক্ষা কেন্দ্রের স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন। 17) লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী প্রতি বিষয়ে কমপক্ষে 50% নম্বরপ্রাপ্ত হবেন তারা মৌখিক ও Apitudeপরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

কৃতকার্য প্রার্থীগণকে মৌখিক ও Apitude পরীক্ষায় স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজিগণ যথাসময়ে অবহিত করবেন। উভয় পরীক্ষার পাস নম্বর হবে 50%। 18) মৌখিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজিগণ কর্তৃক নির্ধারিত স্থানে হাজির হতে হবে। 19) জন্ম তারিখ সম্পর্কে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ চূড়ানত্দ বলে গণ্য হবে।

20) প্রশিক্ষণ: বহিরাগত ক্যাডেট হিসাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ একাডেমীতে 1 বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। 21) প্রশিক্ষণকালীন সময়ে বিনা মূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম, চিকিৎসা ও মাসিক 400 টাকা হারে ভাতা প্রদান করা হবে। 22) প্রশিক্ষণকালীন অথাব পরবর্তীতে যে কোনো সময় প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রশিক্ষণ/চাকরি হতে বরখাসত্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 23) নিয়োগ ও চাকরির সবিধাদি: সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর স্বল্প মূল্যে রেশন, বিনা মূল্যে পোশাক ও চিকিৎসার সুবিধাসহ 4100-8820 টাকা বেতন স্কেল ও তৎসহ প্রাপ্য অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবীস সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ করা হবে। 24) নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

25) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। এআইজি (আরএন্ডএম), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.