যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনেও বিরোধী দল অংশ নেবে। গতকাল দুপুর ১২ টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনুই নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন পরবর্তী সমাবেশে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ চন্দ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আগামীতে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করলে হাওরাঞ্চলের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নেত্রকোনার সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরইশী, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেমারম্যান শহীদ ইকবাল, জেলা আওয়ামী লাীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম প্রমুখ।
প্রসঙ্গত, সুনুই নদীর ওপর ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮৫ দশমিক ৯৪ মিটার দৈর্ঘ্য সুনুই সেতু এবং ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ কিলোমিটার দৈর্ঘ্য ধর্মপাশা-মধ্যনগর-মহেষখলা সড়কেরও উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার সুনুই গ্রামের রাবেয়া-রশিদ গণপাঠাগারেরও উদ্বোধন করেন মন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।